This Article is From Aug 09, 2019

ভারতরত্নে ভূষিত প্রণব মুখোপাধ্যায়, মোদি জানালেন ‘‘সাক্ষী হতে পেরে গর্বিত’’

গত বছর আরএসএস-এর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেই সময় এই নিয়ে বহু বিতর্ক হয়েছিল। কংগ্রেসের তরফ চাপ দেওয়া হলেও তিনি নত হননি।

ভারতরত্নে ভূষিত প্রণব মুখোপাধ্যায়, মোদি জানালেন ‘‘সাক্ষী হতে পেরে গর্বিত’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহুবার প্রণব মুখোপাধ্যায়ের প্রশংসা করেছেন। (ফাইল ছবি)

নয়াদিল্লি:

ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘ভারতরত্ন'-তে (Bharat Ratna) ভূষিত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে এই সম্মানে সম্মানিত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবছরের গোড়াতেই তাঁকে ‘ভারতরত্ন' দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার টুইট করে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে এজন্য শুভেচ্ছা জানালেন। রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি বৃহস্পতিবারের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মোদি এদিন সকাল ৮.৩৪ মিনিটে টুইট করেন, ‘‘প্রিয় প্রণব মুখোপাধ্যায়, আপনাকে ভারতরত্ন পেতে দেখাটা গর্বের বিষয়। আপনি দেশের জন্য যা করেছেন তার সার্থক স্বীকৃতি পেলেন। ভারতের উন্নতি চেয়ে সব রকম প্রচেষ্টার জন্য ধন্যবাদ।''

ভারতরত্ন পেলেন প্রণব মুখোপাধ্যায়, কিন্তু 'গান্ধি' পরিবারের কেউই উপস্থিত ছিলেন না

বৃহস্পতিবার প্রণব মুখোপাধ্যায় তাঁর কৃতজ্ঞতা জানিয়ে একটি টুইট করেছিলেন।

তিনি লেখেন, ‘‘আমাকে ভারতরত্ন দেওয়ার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই রাষ্ট্রপতিজি ও দেশের মানুষকে। এই সম্মান আরও বেশি করে আমাদের দেশের মানুষের, তাঁদের আমি যা দিতে পেরেছি, পেয়েছি ঢের বেশি। ভারতরত্ন আমার কাছে লক্ষ লক্ষ মানুষের স্বীকৃতি যাঁরা প্রতিদিন সংগ্রাম করছেন ভারতকে বৈচিত্রময়, বহুত্বময়, দয়াশীল করে তুলতে।''

বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরে‌ন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদবানি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। কিন্তু কংগ্রেস শীর্ষ নেতা যথা রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এই অনুষ্ঠানে উপস্থিত থাকেননি।

সংবাদ সংস্থা এএনআইয়ের সূত্রে জানা যাচ্ছে, রাহুলকে ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি না এলেও কংগ্রেসের পক্ষে শশী থারুর, জনার্দন দ্বিবেদি, ভুপিন্দর সিংহ হুডা ও আনন্দ শর্মা এসেছিলেন।

প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবন প্রণবের। ইন্দিরা গান্ধি থেকে শুরু করে রাজীব গান্ধি, পিভি নরসিংহ রাও এবং মনমোহন সিংহের সরকারে তিনি কংগ্রেসের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। ৮৩ বছরের রাজনীতিবিদকে ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হয় ২০১২-২০১৭ সময়সীমার জন্য। তার আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ছিলেন দেশের অর্থমন্ত্রী। 

ভারতরত্ন পেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল। প্রধানমন্ত্রী বহুবার তাঁর প্রশংসা করেছেন।

গত বছর আরএসএস-এর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেই সময় এই নিয়ে বহু বিতর্ক হয়েছিল। কংগ্রেসের অনেকেই প্রণবের এমন সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন। কংগ্রেসের তরফ চাপ দেওয়া হলেও তিনি নত হননি। অনুষ্ঠানে শেষ পর্যন্ত গিয়েছিলেন।

তাঁর ‘ভারতরত্ন' পাওয়ার দিনে রাহুল-সোনিয়াদের না আসাকে সমালোচনা করেছে বিজেপি।

কেন্দ্রীয় মন্ত্রী মুকতার আব্বাস নাকভি বলেন, ‘‘আমরা বুঝতে পারছি ‌না কংগ্রেসের কী হল। এখনও পর্যন্ত আমরা বুঝতে পারিনি। আজ, প্রণবদা কোনও নির্দিষ্ট দলের নেতা নন, তিনি দেশের। আমরা বুঝতে পারছি ‌না তাঁরা কেন অনুষ্ঠানে এলেন না।''

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া বলেন, ‘‘সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি এবং আরও অনেকে এই অনুষ্ঠানে আসেননি, যেখানে দীর্ঘদিনের কংগ্রেসম্যান এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভারতরত্ন পেলেন। কেন বলুন তো? ''

.