শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে দেশের মাটিতে পা রাখেন অভিনন্দন বর্তমান।
হাইলাইটস
- দেশ আপনার জন্য গর্বিত, টুইট করেন মোদী
- ১৩০ কোটি ভারতীয় অনুপ্রাণিত হন আমাদের সেনার দ্বারা, বলেন মোদী
- আটারি সীমান্ত দিয়ে এই দেশে পা রাখেন অভিনন্দন বর্তমান
নিউ দিল্লি: শুক্রবার রাতে দেশে ফিরে এলেন ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান(Abhinandan Varthaman)। বুধবার তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল পাকিস্তান। বৃহস্পতিবারই তাঁকে ছেড়ে দেওয়ার কথা জানায় ইমরান খানের সরকার। গোটা দেশ অপেক্ষা করছিল তাঁর ফিরে আসার। গোটা দেশ অপেক্ষা করছিল দেশের এই নতুন 'নায়ক'কে বরণ করে নেওয়ার জন্য। পিছিয়ে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। একটি টুইট করে স্বাগত জানান তিনি অভিনন্দন বর্তমানকে। পাকিস্তানের হেফাজতে প্রায় ৬০ ঘন্টা থাকার পর দেশে ফিরে এলেন তিনি। দু'দেশের বায়ুসেনার মধ্যে লড়াই চলাকালীন পাকিস্তানের একটি অত্যাধুনিক এফ-১৬ বিমান ধ্বংস করেন অভিনন্দন। তারপর ধ্বংস হয়ে যায় তাঁর বিমানটিও। বিমানে আগুন লাগার পর তিনি প্যারাশুটে করে বিমান থেকে ঝাঁপ দেশ। মাটি স্পর্শ করার পর একদল জনতা ঘিরে ধরে তাঁকে। তখন তিনি তাদের কাছে প্রশ্ন করে জানতে পারেন যে, সেটি আসলে পাক ভূখণ্ড।
আরও পড়ুনঃ অভিনন্দন বর্তমান, ভারত-পাক সম্ভাব্য যুদ্ধ আটকে দিলেন যিনি
"উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে তাঁর নিজের দেশে নিজের বাড়িতে স্বাগত জানাই আমি। আপনার দুর্দম্য সাহসের কথা স্মরণ করে দেশ ও দেশবাসী গর্বিত। ভারতের ১৩০ কোটি বাসিন্দার কাছে আমাদের সেনাবাহিনী একটি বড় গর্বের জায়গা। বন্দে মাতরম", টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গোটা দেশই শুক্রবার অজস্র টুইট ও রিটুইট করেছে অভিনন্দন বর্তমানকে নিয়ে।
অমৃতসর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আটারিতে এই নায়ককে স্বাগত জানাতে গতকাল ভোর ছ'টা থেকেই ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।
টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি বলেন, "আপনার সাহস ও কর্তব্যবোধ ভারতকে গর্বিত করেছে। আর সবার ওপরে রয়েছে আপনার আত্মসম্মানবোধ। আপনার ও ভারতীয় বায়ুসেনার ভবিষ্যতের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা"।
তাঁকে টুইট করে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও।
মোদী বা রাজনাথ ছাড়াও অভিনন্দন বর্তমানকে টুইট করে স্বাগত জানান দেশের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। স্বাগত জানান শাসক ও বিরোধী দলের প্রায় সমস্ত বড় নেতা ও নেত্রীরাই।
অমিত শাহ টুইট করে বলেন, "প্রিয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান, আপনার সাহস ও সততা গোটা দেশকে গর্বিত করেছে। ভারত আপনাকে ফিরে পেয়ে আনন্দিত। আপনি জাতির জন্য ও ভারতীয় বায়ুসেনার জন্য নিরলসভাবে এই আবেগ ও উৎসর্গীকৃত মনোভাব নিয়ে একাগ্রভাবে কাজ করে চলুন, তার কামনা করি। আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অজস্র শুভেচ্ছা"।
একটি সভা থেকে অভিনন্দন বর্তমানকে স্বাগত জানান কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। তাঁর দলের আরেক নেতা শশী থারুর টুইটারের মাধ্যমে স্বাগত জানান অভিনন্দনকে। টুইটারকেই শুভেচ্ছা ও স্বাগত জানানোর মাধ্যম হিসাবে ব্যবহার করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ, শিবসেনা নেতা আদিত্য ঠাকরে, কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহ, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রমুখ।