This Article is From Nov 08, 2018

আদবানির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মোদী

টুইটারে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী লেখেন ভারতীয়, ‘রাজনীতিতে  এল কে  আদবানিজির বিরাট প্রভাব  রয়েছে

আদবানির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে  টুইট করলেন মোদী

মোদী লেখেন, ঈশ্বরের কাছে আমাদের প্রিয় আদবানিজির দীর্ঘায়ু কামনা করি।

হাইলাইটস

  • লালকৃষ্ণ আদবানির জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • টুইটারে প্রধানমন্ত্রী লেখেন ভারতীয়, ‘রাজনীতিতে আদবানিজির বিরাট প্রভাব
  • প্রধানমন্ত্রীর মতে বিজেপিকে রূপ দিয়েছেন আদবানি
নিউ দিল্লি:

দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির 91 জন্মদিনে শুভেচ্ছা  জানালেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী। টুইটারে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী লেখেন ভারতীয়, ‘রাজনীতিতে  এল কে  আদবানিজির বিরাট প্রভাব  রয়েছে। বিজেপিকে  রূপ দিয়েছেন তিনি। একই সঙ্গে নেতা- কর্মীদের নিপুণ ভাবে তৈরি করেছেন। ঈশ্বরের কাছে আমাদের প্রিয় আদবানিজির দীর্ঘায়ু কামনা করি।'  মোদী আরও জানান মন্ত্রী থাকাকালীন আদবানির কাজের প্রশংসা সকলেই করেছেন। টুইট করা ছাড়া বাড়ি গিয়ে  আদবানির সঙ্গে  দেখাও করেন প্রধানমন্ত্রী।

 1927 সালের আজকের দিনে করাচির এক হিন্দু সিন্ধি পরিবারে  জন্ম হয় আদবানির। শুরুর  দিকে ছিলেন  আরএসএসে প্রচারক। সেখান থেকে  ভারতীয় জনসঙ্ঘে আসেন আদবানি। একদম প্রথম দিন থেকেই বিজেপির সঙ্গে যুক্ত আদবানি। অটলবিহারী বাজপেয়ীর সরকারে উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। একই সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিকবার বিজেপির সভাপতিও হয়েছেন  তিনি। শুধু  তাই নয় আদবানি এখন ভারতীয় সংসদের প্রবীণতম সদস্য।  তাছাড়া দলেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছন এই নেতা। আছেন গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতেও।  

.