Read in English
This Article is From Jun 11, 2019

সংখ্যালঘুদের জন্য নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর, ৫ কোটি ছাত্রছাত্রীদের দেওয়া হবে বৃত্তি

নরেন্দ্র মোদী সরকারের তরফে নতুন লক্ষ্যের কথা জানা গেল। সংখ্যালঘুদের শিক্ষা বাবদ মোট ৫ কোটি টাকা বৃত্তি দেওয়া হবে আগামী পাঁচ বছরে।

Advertisement
অল ইন্ডিয়া

সংখ্যালঘুদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা মোদীর।

নিউ দিল্লি :

নরেন্দ্র মোদী সরকারের তরফে নতুন লক্ষ্যের কথা জানা গেল। সংখ্যালঘুদের শিক্ষা বাবদ মোট ৫ কোটি টাকা বৃত্তি দেওয়া হবে আগামী পাঁচ বছরে। স্কুল বোর্ডের আগে ও পরে— ৫ কোটি ছাত্রছাত্রী ওই বৃত্তির সুযোগ পাবেন। তার মধ্যে পঞ্চাশ শতাংশ মেয়েরা থাকবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যে সব সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, তারা আবার শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পাবে। দেশের বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘ব্রিজ কোর্স' করার সুযোগ পাবে তারা। পাশাপাশি সারা দেশের মাদ্রাসা শিক্ষকরা নানা প্রতিষ্ঠান থেকে প্রধান বিষয়ের উপরে প্রশিক্ষণের সুযোগ পাবেন। আগামী মাসেই এই প্রকল্প শুরু হচ্ছে।

এই বৃত্তির অন্তর্গত ১০ লক্ষেরও বেশি বেগম হজরত মহল গার্লস স্কলারশিপ দেওয়া হবে অর্থনৈতিক ভাবে দুর্বলদের।

Advertisement