हिंदी में पढ़ें தமிழில் படிக்க Read in English
This Article is From Aug 18, 2019

‘‘তরুণ হয়ে ওঠার জন্য এর চেয়ে ভাল সময় হতে পারে না’’: ভুটানের ছাত্রদের উদ্দেশে প্রধানমন্ত্রী

ভুটানে এটা মোদির দ্বিতীয় সফর। ক্ষমতায় প্রত্যাবর্তনের পরে এটাই তাঁর প্রথন ভুটান যাত্রা।

Advertisement
অল ইন্ডিয়া Edited by , Translated By

Highlights

  • রয়্যাল ইউনিভার্সিটি অফ ভুটান-এর পড়ুয়াদের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদির
  • ভুটানে এটা মোদির দ্বিতীয় সফর
  • ক্ষমতায় প্রত্যাবর্তনের পরে এটাই তাঁর প্রথন ভুটান যাত্রা
নয়াদিল্লি:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রবিবার ভুটানের (Bhutan) ‘‘উজ্জ্বলতম মন''-দের উদ্দেশে ভুটানকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন কঠোর পরিশ্রমের সাহায্যে। তাঁর মতে ‘‘তরুণ হয়ে ওঠার জন্য এর চেয়ে ভাল সময় হতে পারে না।'' থিম্পুতে রয়্যাল ইউনিভার্সিটি অফ ভুটান-এর (Royal University of Bhutan) পড়ুয়াদের উদ্দেশে এদিন সকালে একথা জানান প্রধানমন্ত্রী। ভুটানে এটা মোদির দ্বিতীয় সফর। ক্ষমতায় প্রত্যাবর্তনের পরে এটাই তাঁর প্রথন ভুটান যাত্রা।  এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভুটান নিজের প্রচেষ্টায় উঁচুতে উড়তে শুরু করলে তোমাদের ১৩০ কোটি ভারতীয় বন্ধুরা কেবল তাকিয়ে দেখবে না। তারাও গর্ব ও খুশির সঙ্গে উল্লাস করবে। তারা তোমাদের সহযোগী হবেন, তোমাদের সঙ্গে শেয়ার করবে এবং তোমাদের থেকে শিখবে।''

‘‘প্রধানমন্ত্রীকে অপমান করবেন না'': সিওলে পাক সমর্থকদের সামনে প্রতিবাদ বিজেপি নেত্রীর

তিনি আরও বলেন, ‘‘আজ বিশ্ব আগের চেয়ে অনেক বেশি সুযোগ দিচ্ছে। তোমাদের সেই শক্ষি ও ক্ষমতা রয়েছে অসাধারণ কিছু করার। যা আগামী প্রজন্মকেও প্রভাবিত করবে। নিজেদের সত্যিকারের আহ্বানকে বোঝা ও তার জন্য পূর্ণ উদ্যম নিয়ে ঝাঁপাও।''

ভারতের মহাকাশ অভিযান ও চন্দ্রযান-২-এর চন্দ্রাভিযান সম্পর্কে তিনি বলেন, ‘‘এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে তরুণ ভুটানি বিজ্ঞানীরা ভারতে আসছেন এবং নিজেদের ছোট উপগ্রহ নির্মাণ করে তাকে উৎক্ষেপণ করছেন। আমি আশা করি শীঘ্রই কোনও একদিন তোমাদের কেউ বিজ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার ও আবিষ্কারক হবে।''

Advertisement

কালো হাফ-হাতা জ্যাকেট ও সাদা কুর্তা পরিহিত প্রধানমন্ত্রী তাঁর ‘এগজ্যাম ওয়ারিয়র' থেকে কিছু অংশ পড়ে শোনা ছাত্রদের উদ্বুদ্ধ করতে যাতে তারা ‘ভয়কে অতিক্রম' করতে পারে। তিনি বলেন, ‘‘আমি তোমাদের কিছু বলতে পারি? আমি যা লিখেছি ‘এগজ্যাম ওয়ারিয়র' -এ তা প্রভাবিত হয়েছে ভগবান বুদ্ধের শিক্ষা থেকে। বিশেষ করে সদর্থকতার গুরুত্ব, ভয়কে অতিক্রম করা এবং একতার সঙ্গে বাঁচা, তা সে বর্তমান সময়ের সঙ্গে হোক বা প্রকৃতি মায়ের সঙ্গেই হোক।''

ভুটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিংয়ের সঙ্গে মোদি শনিবার সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়। ১০টি চুক্তিও সই করা হয়। এর মধ্যে রয়েছে মহাকাশ গবেষণা, বিমান, তথ্য প্রযুক্তি, শক্তি ও শিক্ষা।

তিনি এদিন ভুটানে ‘রুপে কার্ড'ও লঞ্চ করেন কেনাকাটি করেন ১৬২৯ সালে নির্মিত সিমতখা জং-এ। এই প্রশাসনিক কেন্দ্রটি ভুটানের অন্যতম প্রাচীন দুর্গ।

Advertisement

রবিবার সন্ধেয় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

Advertisement