This Article is From Mar 02, 2019

মোবাইলের আলো জ্বালিয়ে সেনার জন্য 'একতা' প্রদর্শনের অনুরোধ প্রধানমন্ত্রীর

উপস্থিত বিপুল জনতা তা করার পর হুঙ্কার দিয়ে 'বন্দেমাতরম' বলে নিজের জনসভা শেষ করেন প্রধানমন্ত্রী।

মোবাইলের আলো জ্বালিয়ে সেনার জন্য 'একতা' প্রদর্শনের অনুরোধ প্রধানমন্ত্রীর

এর আগে জনসভায় উপস্থিত সকলকে তাঁর সঙ্গে 'ভারতমাতা কি জয়' বলতে অনুরোধ করেন মোদী।

বিশাখাপতনম:

শুক্রবার বিশাখাপতনমে নিজের জনসভা শেষ করার ঠিক আগে উপস্থিত জনতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'ভারতের বীর সেনাদের' উদ্দেশে 'একতা' প্রদর্শন করার লক্ষ্যে মোবাইলের আলো জ্বালিয়ে সকলকে হাত নাড়ার অনুরোধ করলেন। উপস্থিত বিপুল জনতা তা করার পর হুঙ্কার দিয়ে 'বন্দেমাতরম' বলে নিজের জনসভা শেষ করেন প্রধানমন্ত্রী। এর আগে, সভা শুরু সময়, নরেন্দ্র মোদী নিজের বক্তৃতা দেওয়ার সময় উপস্থিত জনতার কাছে অনুরোধ করেন, সকলে যেন তাঁর সঙ্গে গলা মিলিয়ে একভাবে ‘ভারত মাতা কি জয়' স্লোগানটি দেন।  তারপর তিনি দেন আরও তিনটি স্লোগান অতি জোর গলায়। পরাক্রমিক ভারত কে লিয়ে, বিজয় ভারত কে লিয়ে বীর জওয়ান কে লিয়ে ভারত মাতা কি জয়!

উপস্থিত জনতার সেই স্লোগানের সঙ্গে অতি উৎসাহে কণ্ঠস্বর মেলাতে কোনও ভুল হয়নি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.