தமிழில் படிக்க Read in English
This Article is From Dec 01, 2018

জাপান আমেরিকা এবং ভারতকে একত্রে ‘জয়’ বললেন মোদী, জি-২০ সম্মেলনের বৈঠক ফলপ্রসূ দাবি দিল্লির

ভারত আমেরিকা এবং জাপানকে একত্রে ‘জয়’ বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
ওয়ার্ল্ড

Highlights

  • ভারত আমেরিকা এবং জাপানকে একত্রে ‘জয়’ বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী
  • তাঁর মতে এই তিনটি দেশ একসঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে
  • জি ২০ সম্মেলনে আমেরিকা, ভারত এবং জাপানের ত্রিপাক্ষিক বৈঠক হয়

ভারত আমেরিকা এবং জাপানকে একত্রে ‘জয়' বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে এই তিনটি দেশ একসঙ্গে  দীর্ঘ পথ অতিক্রম করতে  পারে। বুয়েনেস এরাসে জি ২০ সম্মেলনে আমেরিকা,  ভারত এবং জাপানের  ত্রিপাক্ষিক বৈঠক হয়।  এধরনের বৈঠক এর আগে  কখনও হয়নি। সেখানে  উপস্থিত হয় মোদী বলেন, জাপান  আমেরিকা এবং ভারত – তিনটি দেশের আদ্যাক্ষর মিলে হয় জয়। জয় মানে  সাফল্য। তিনটি দেশ আমরা নতু ন দিগন্তের সূচনা করছি। আমাদের এই একসঙ্গে হওয়া বিশ্বে শান্তি এবং সমৃদ্ধি স্থাপনের  ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনটি দেশের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সহ একাধিক বিষয় কথা হয়েছে  বলে  মোদী জানান।                       

 

দেউচা- পাঁচামি কয়লা খনিকে ঘিরে ১২ হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে রাজ্যঃ মমতা

Advertisement

 

বৈঠক প্রসঙ্গে বিদেশ সচিব  বিজয় গোখলে জানান বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেওয়া  একাধিক  সংস্কার মূলক পদক্ষেপের প্রশংসা করেছেন। ইন্দো- প্যাসিফিকের নিরাপত্তা নিয়েও কথা  হয়েছে  দুতরফের মধ্যে। সচিব  জানান মোদী এই বৈঠকে  ইন্দো প্যাসিফিক এলাকার জন্য তৈরি কৌশলটি ব্যাখা  করেন। পাশাপাশি সচিব মনে করেন বৈঠক থেকে সব  মিলিয়ে যা উঠে এসেছে তা মোদী সহ তিন নেতাকে সন্তুষ্ট করেছে। এর আগে এই সম্মেলনে নিজের সরকারের কয়েকটি কাজের কথা উল্লেখ করেন মোদী।                                   

Advertisement

 

Advertisement