রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি
New York: মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) জানালেন, দুই দেশের অর্থনীতির গতিকে আরও ত্বরান্বিত করতে খুব শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করবে তাঁর দেশ। ভারত ও আমেরিকার মধ্যে আলোচনায় কোনও বাণিজ্যচুক্তি নিয়ে কোনও আশা রয়েছে কিনা, নিউইয়র্কে সে প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা খুবই ভাল করছি...আমি মনে করি খুব দ্রুতই আমাদের বাণিজ্যচুক্তি হবে”। রাষ্ট্রসংঘের সাধারণ সভার (UN General Assembly session) ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi ) এবং সেখানেই দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা হয়।