সৌদি আরব তেলের দাম বাড়িয়ে 80 ডলারে নিয়ে যাওয়ায় বিপাকে পড়লেন নরেন্দ্র মোদি
তেল নিয়ে সমস্যায় পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি আরও জটিল এবং খারাপ হয়ে গেল সৌদি আরব তেলের দাম প্রতি ব্যারেলে বাড়িয়ে 80 ডলার করে দেওয়ায়।
মোদি সরকার খুচরো তেলের দাম অপরিবর্তিত রেখে তাতে কর বসিয়ে দিয়ে উপভোক্তাদের জন্য মূল্য একই রেখে রাজস্ব বাড়িয়ে যায়। কিন্তু, এই মুহূর্তে গ্যাসোলিন আর ডিজেল দাম রেকর্ড বৃদ্ধি হওয়ায় চাপ ক্রমশ বাড়ছে। যা, 2019 সালের লোকসভা নির্বাচনে শাসক দলের লড়াইকে আরও কঠিন করে তুলতে পারে বলে ওয়াকিবহাল মহল থেকে আশঙ্কা করা হচ্ছে।
“কেন্দ্রীয় সরকারের উপর পুনরায় আবগারি শুল্ক কমানোর চাপ রয়েছে, তারা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট কমানোর জন্য রাজ্য সরকারদের নির্দেশ দিয়েছে”। নমুরা ফিনান্সিয়াল অ্যাডভাইসরি এবং সিকিউরিটিজ ইন্ডিয়া প্রাইভেটের দুই বিশেষজ্ঞ অনিল শর্মা এবং রবি আদুকিয়া মঙ্গলবার একটি নোটে এই কথা লেখেন।
বিশ্ব বাজারে তেলের দাম হুহু করে বেড়ে চলেছে। গত সপ্তাহে তা 80 ডলারে পৌঁছয়। যদিও এখনও এই দাম তার সর্বকালের সর্বোচ্চ মূল্য 147.50 ডলারের থেকে অনেকটাই পিছিয়ে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)