৩ ডি অ্যানিমেশন ভিডিওয় মোদীর অ্যানিমেটেড সংস্করণকে ত্রিভুজাকৃতি ভঙ্গিমায় ত্রিকোণাসন করতে দেখা যাচ্ছে।
হাইলাইটস
- সবাইকে উদ্বু্ধ করতে অ্যানিমেশনে যোগব্যায়াম শেখালেন মোদী।
- আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস।
- ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে এবার যোগ দিবসের দিন থাকবেন মোদী।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বুধবার একটি ভিডিও টুইট করলেন। সেখানে তাঁর এক অ্যানিমেটেড সংস্করণকে (Animated version) দেখা যাচ্ছে আসন করতে। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day )। তারই প্রাক্কালে দেশবাসীকে যোগব্যায়ামে উদ্বুদ্ধ করতে সকলের উদ্দেশের ওই ব্যায়ামের ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী। সেই থ্রিডি অ্যানিমেশন ভিডিওয় তাঁর অ্যানিমেটেড সংস্করণকে ত্রিভুজাকৃতি ভঙ্গিমায় ত্রিকোণাসন করতে দেখা যাচ্ছে। টুইটের সঙ্গে তিনি লেখেন, ‘‘২১ জুন আমরা যোগ দিবস ২০১৯ পালন করব। আমার আপনাদের কাছে অনুরোধ করছি যোগব্যায়ামকে জীবনের অপরিহার্য অঙ্গ করে তুলুন। এবং অন্যদেরও এ ব্যাপারে অনুপ্রাণিত করুন। যোগব্যায়ামের উপকারিতা অসাধারণ।''
হামসে যো টাকরায়ে গা... ইদের শুভেচ্ছা জানিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
২১ জুন দিনটিকে বিশ্ব যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং সেটা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই পরামর্শে। জাতিসঙ্ঘের সাধারণ সমাবেশে একটি বক্তৃতা দেওয়ার সময় তিনি ওই প্রস্তাব দেন। ২০১৪ সালে প্রথম বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের অব্যবহিত পরেই তিনি ওই বক্তৃতা দিয়েছিলেন।
মোদীর শাসন কালে ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসছে অমিতের মন্ত্রক
সেই থেকে সরকার ওই বিশেষ দিনটিকে মহা সমারোহে পালন করে আসছে। দেশজুড়ে হাজার হাজার মানুষ বিভিন্ন যোগব্যায়ামের ইভেন্টে অংশ নেন ওই দিন।
এবছর যোগব্যায়ামের প্রতি নিবেদিতপ্রাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ওইদিন একটি ইভেন্টে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে।
অনলাইনে মোদীর অ্যানিমেটেড সংস্করণের ব্যায়াম করা অবশ্য এই প্রথম নয়। গত বছর থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে। দর্শকদের উদ্দেশে বিভিন্ন যোগব্যায়াম ও আসন দেখিয়ে আসছেন নরেন্দ্র মোদীর অ্যানিমেটেড সংস্করণ।