এই রাজ্য থেকে একজন কৃষকও আত্মহত্যা করেননি। বলেন মমতা।
কলকাতা: এমএসপি নিয়ে চাপানউতোর অব্যাহত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে খারিফ শস্যে এমএসপির বৃদ্ধি নিয়ে বিভ্রান্ত করার অভিযোগে দায়ী করেন নরেন্দ্র মোদীকে। 14’টি খারিফ শস্যের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা মিনিমাম সাপোর্ট প্রাইস (এমএসপি) বা ন্যূনতম সহায়তা মূল্যের যে বৃদ্ধি অনুমোদন করেছে, তার প্রেক্ষিতেই এই মন্তব্য মমতার।
“প্রধানমন্ত্রী ভুল তথ্য দিয়ে যাচ্ছেন। খারিফ শস্যে এমএসপির বৃদ্ধি নিয়ে ক্রমাগত ভুল পথে চালিত করছেন তিনি সাধারণ মানুষকে। এমএসপি মাত্র 200 টাকা বাড়িয়েছে কেন্দ্র। অথচ, সব জায়গায় বলে যাচ্ছে, এমএসপি বেড়েছে 50 শতাংশ। যা সর্বৈব মিথ্যে”, বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলেন তিনি।
“প্রধানমন্ত্রী বলছেন 2022 সালে কৃষকদের রোজগার উনি দ্বিগুণ করে দেবেন। অথচ আমরা ইতিমধ্যেই দ্বিগুণ করে দিয়েছি কৃষকদের আয়”, রীতিমতো রাগত স্বরে বলেন মমতা।
এই দেশে প্রায় 12,000 কৃষক আত্মহত্যা করেছেন সাম্প্রতিককালে। অথচ, এই রাজ্য থেকে একজন কৃষকও আত্মহত্যা করেননি। বলেন মমতা।
বিজেপির ঘোষিত বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিষান ক্রেডিট কার্ডের বৃদ্ধি করে অঙ্কটি 2 লক্ষ টাকা অবধি নিয়ে যাওয়ার দাবি জানান। কিষান ক্রেডিট কার্ডের ফর্মে মোদীর ফটো লাগানো নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, রাজ্যই অর্থের বড় অংশটা দেয় কিষাণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে।
“আমরা মোট অর্থে 60 শতাংশ দিই। আর কেন্দ্র দেয় 40 শতাংশ। অথচ, সম্প্রতি আমরা একটি রিপোর্ট দেখতে পেলাম, যেখানে লেখা আছে কিষান ক্রেডিট কার্ডের ফর্মে থাকবে মোদীর ছবি”, বলেন মমতা।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)