Read in English
This Article is From Mar 29, 2020

‘‘সামাজিক দূরত্ব বাড়ান, মানসিক দূরত্ব নয়’’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মোদি সকলের উদ্দেশে আর্জি জা‌নালেন সামাজিক দূরত্ব বাড়িয়ে মানসিক দূরত্ব কমানোর জন্য। করোনা ভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে তিনি একথা জানান।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

করোনা সংক্রমণে এখনও পর্যন্ত দেশে ২৫ জনের মৃত্যু হয়েছে।

Highlights

  • সামাজিক দূরত্ব বাড়ানো এবং মানসিক দূরত্ব কমানোর আর্জি প্রধান‌মন্ত্রীর
  • রবিবার ‘মন কি বাত’-এ তিনি একথা বলেন
  • করোনা সংক্রমণে দেশে এখনও পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে
নয়াদিল্লি:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) রবিবার সকালে সকলের উদ্দেশে আর্জি জা‌নালেন সামাজিক দূরত্ব বাড়িয়ে মানসিক দূরত্ব কমানোর জন্য। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ প্রসঙ্গে তিনি একথা জানান। রবিবার জাতির উদ্দেশে তাঁর রেডিও ভাষণ ‘মন কি বাত'-এ (Mann Ki Baat) প্রধানমন্ত্রী বলেন, ‘‘যাঁরা কোয়ারান্টাইনে রয়েছেন, তাঁদের মধ্যে বৈষম্য রাখা উচিত নয়। ওঁরা সাবধানতা অবলম্বন করছেন।''

‘মন কি বাত'-এ প্রধানমন্ত্রী: ‘‘লকডাউন লঙ্ঘন করার অর্থ নিজের জীবন নিয়ে খেলা''

গত মঙ্গলবার দেশব্যাপী লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে অসংখ্য দেশে। দেশে আক্রান্ত ৯৭০ জন। অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাস।

Advertisement

এই অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে ‘মন কি বাত'-এ প্রধানমন্ত্রী বলেন, ‘‘সামাজিক দূরত্বের অর্থ এই নয় যে সামাজি যোগাযোগ শেষ করে দেওয়া। এটাই সময় আপনার সম্পর্কগুলিকে নতুন জীবনদান করা। সামাজিক দূরত্ব বাড়ান, কিন্তু মানসিক তথা মানবিক দূরত্ব কমান।''

লকডাউনের মধ্যে দিল্লি থেকে মধ্যপ্রদেশ পায়ে হেঁটে পৌঁছতে গিয়ে মৃত্যু যুবকের

Advertisement

তিনি আরও বলেন, ‘‘আমি আপনাদের বাইরে যেতে নিষেধ করেছি। এটা অন্তর্দর্শনের সময়।''

প্রধানমন্ত্রী জানান, ‘‘প্রতিটি ভারতীয়ই এখন লকড হয়ে রয়েছেন। কিন্তু কোভিড-১৯-এর বিরুদ্ধে শক্তিশালী হয়ে উঠব এর ফলে। এই লড়াই অভূতপূর্ব ও চ্যালেঞ্জিং। এই লড়াইয়ে ভারতীয়রা যা পদক্ষেপ করবেন, তাঁদের ধৈর্য আমাদের সাহায্য করবে। দরিদ্রদের প্রয়োজনীয়তা সম্পর্কে ও আমাদের স্পর্শকাতর হতে হবে। ভারত এটা করতে পারে।''

Advertisement

দেশের তরফে তাঁদের সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী, যাঁরা অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন লকডাউনের এই সময়ে।

‘মন‌ কি বাত'-এর রবিবারের এপিসোডে এই নিয়ে তৃতীয়বার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী। গত রবিবার ছিল ‘জনতা কার্ফু'। এরপর মঙ্গলবারই দেশব্যাপী লকডাউনের ঘোষণা করেন তিনি।

Advertisement