This Article is From Mar 05, 2019

ভারতে সন্ত্রাসী হামলার জন্য যারা দায়ী, এবার তাদের ঘরে ঢুকে মেরে আসব: প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ''আমি দীর্ঘ দিন অপেক্ষা করতে পারি না, বেছে বেছে হিসাব নিতে আমি খুব ভালো জানি।''

ভারতে সন্ত্রাসী হামলার জন্য যারা দায়ী, এবার তাদের ঘরে ঢুকে মেরে আসব: প্রধানমন্ত্রী মোদী

সোমবার আমেদাবাদে সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন মোদী

হাইলাইটস

  • এই সমস্যার কথা মাথায় রেখেই ব্যাপক স্তরে কাজ শুরু হয়েছে
  • আমেদাবাদের সিভিল হাসপাতালে ২০০৮ সালে হামলা হয়েছিল
  • বলেন: ''আমি দীর্ঘ দিন অপেক্ষা করতে পারি না...''
নিউ দিল্লি:

প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সোমবার গুজরাটের আমেদাবাদ জনসভায় জনসমাবেশকে সম্বধন করে বলেছেন, ''আমি দীর্ঘ দিন অপেক্ষা করতে পারি না, বেছে বেছে হিসাব নিতে আমি খুব ভালো জানি।'' পুলওয়ামায় জঙ্গি হামলা (Pulwama Attack) ও তারপর তাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, ''এবার ঘরে ঢুকে মারব।'' তিনি আরও বলেছেন যে, ''ভারতে জঙ্গি হামলার পিছনে যারা যারা আছে, তারা যদি পাতালেও লুকিয়ে থাকে তাহলেও তাদের খুঁজে বার করব।''  প্রধানমন্ত্রী মোদী (PM Modi) বলেছেন, ''আজ ৪০ বছর ধরে জঙ্গিরা ভারতের বুকে গুলি বিদ্ধ করে চলেছে। কিন্তু যারা শুধুমাত্র ভোটের রাজনীতি নিয়ে অন্ধ হয়ে আছে, তারা সেদিকে ফিরে পর্যন্ত দেখেনি। আমি ক্ষমতা বা আসনের পরোয়া করি না।  আমি চাই দেশের লোকের সুরক্ষা।''

মোদী বিরোধী দলের কাছে আবেদন করেছেন, যাতে তারা ভারতের শক্তির প্ৰতিচ্ছবিকে খারাপ না করে।  তিনি আরও বলেন, ''ভারতের বিরোধী নেতারা যে সমস্ত বয়ান দেন, তা পাকিস্তানি (Pakistan) সংবাদ মাধ্যমের হেডলাইনে পরিণত হয়। দেশহিতের দিক থেকে এটা কি ঠিক? দুর্নীতি হোক বা সন্ত্রাসবাদ (Terrorism), যে ক্ষেত্রেই লড়াই হোক না কেন, আমাদের নীতি ও নিয়ম দুই দেশই দেখতে পায়।'' আমেদাবাদের সিভিল হাসপাতালে ২০০৮ সালে যে হামলা হয়েছিল তার কথা টেনে মোদী বলেন ''সেই সময়তেই দিল্লিতে যারা বসেছিলেন তাদের কি পাকিস্তানকে শিক্ষা দেওয়া উচিত ছিল না।''

প্রধানমন্ত্রী আরও বলেন, ''যে কাজের শিলান্যাস আমরা করি, তার উদ্ঘাটনও আমাদেরই করা উচিত। অর্থাৎ মেট্রোর যে ফেজের শিলান্যাস আজ করা হয়েছে ৩ থেকে ৪ বছর বাদে যখন তার উদ্ঘাটন করা হবে, তখন তার জন্যও আমাদের উপস্থিত থাকতে হবে।  আজ আমেদাবাদ মেট্রোর (Ahemdabad Metro) প্রথম ফেজের উদ্ঘাটন করা হল, সেই সাথে দ্বিতীয় চরণের শিলান্যাসও করা হল, কারণ আমরা একটা কাজ শেষ করে বসে থাকি না, অপর কাজটা শুরু করার চেষ্টা করি।'' 

প্রধানমন্ত্রী মোদী বলেছেন 'আমি কমন-মোবিলিটি কার্ড (Comman Mobility Card) -এর সুবিধার শুভারম্ভ করেছি। যাত্রা সময় আপনাদের বহু সমস্যার সমাধান করছে এই কার্ড।  এই অসুবিধা গুলি দূর করার জন্যই অটোমেটিক ফেয়ার কালেকশান সিস্টেম-এর ব্যবস্থা করা হয়েছে। কমন-মোবিলিটি কার্ড (Comman Mobility Card)-এর সাহায্যে আপনি টাকা তুলতেও সক্ষম হবেন। শপিং করতে পারেবন। মেট্রো বা অন্য কোনো ট্রান্সপোর্টের ক্ষেত্রেও এই কার্ডের ব্যবহার করতে পারেন। 

তিনি বলেছেন, 'আলাদা-আলাদা কম্পানির তৈরী এই সিস্টেমের কারণে দেশের মধ্যে একটা ইন্টিগ্রেটেড ব্যবস্থা বিকশিত হচ্ছে না।  একটা শহরে কার্ড অন্য অন্য শহরে অকেজো হয়ে যায়।  এই সমস্যার কথা মাথায় রেখেই ব্যাপক স্তরে কাজ শুরু হয়েছে।  অনেক মন্ত্রণালয় ও বিভাগকে এই কাজে লাগানো হয়েছে।'' 

VIDEO : প্রধানমন্ত্রী মোদী আমেদাবাদ মেট্রোর উদ্ঘাটন করেছেন

 

.