This Article is From Nov 25, 2018

অযোধ্যার মামলার শুনানিতে দেরি করছে কংগ্রেস দাবি মোদীর

অযোধ্যা মন্দির নির্মাণ প্রসঙ্গে তাঁর  সরকারকে  চাপে  রাখতেই ধর্মসভার আয়োজন হচ্ছে।

অযোধ্যার মামলার শুনানিতে দেরি করছে  কংগ্রেস দাবি মোদীর

এর আগে জানুয়ারি মাস পর্যন্ত  পিছিয়ে যায় অযোধ্যা  মামলার শুনানি।

হাইলাইটস

  • আলোয়ার থেকে পাল্টা কংগ্রেসকেই আক্রমণ করে বসলেন নরেন্দ্র মোদী
  • লোকসভা নির্বাচনের আগে অযোধ্যা মামলার শুনানি চায় না কংগ্রেসঃ মোদী
  • এর আগে জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে যায় অযোধ্যা মামলার শুনানি
নিউ দিল্লি:

অযোধ্যা মন্দির নির্মাণ প্রসঙ্গে তাঁর  সরকারকে  চাপে  রাখতেই ধর্মসভার আয়োজন হচ্ছে। কিন্তু এ ব্যাপারে এবার সুর চড়ালেন  প্রধানমন্ত্রী নিজেই। রাজস্থানের আলোয়ার থেকে  পাল্টা কংগ্রেসকেই  আক্রমণ করে বসলেন নরেন্দ্র মোদী।  আনলেন রাজনীতি করার  অভিযোগ। তাঁর কথায় কংগ্রেস এমন পরিস্থিতি তৈরি করছে যা দেখে  বিচার ব্যবস্থার মধ্যে  ভয়ের সঞ্চার হয়। ওরাই সুপ্রিম কোর্টকে  বলে  ২০১৯ সালেরে লোকসভা নির্বাচনের আগে  অযোধ্যা মামলার শুনানি না করতে। তাছাড়া  প্রধান বিচারপতির( দেশের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র) বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে  পদ থেকেও সরাতে চায়। এগুলো বরদাস্ত করা যায় না ! .

রাম মন্দির না হলে বিজেপি ক্ষমতাচ্যুত হবে দাবি শিবসেনা প্রধানের, ১০টি তথ্য

এর আগে জানুয়ারি মাস পর্যন্ত  পিছিয়ে যায় অযোধ্যা  মামলার শুনানি। রাম জন্মভূমি- বাবরি মসজিদের বিতর্কিত জমি সংক্রান্ত মালার শুনানি কবে  হবে তা  জানা  যাবে নতুন বছরে।  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছিলেন এই  মামালার  শুনানির উপযুক্ত বেঞ্চ গঠন করা হবে। সুপ্রিম কোর্টের  তিন বিচারপতির নতুন বেঞ্চ অযোধ্যার বিবাদিত মামলার শুনানি করে। এই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, সঞ্জয় কিশান কৌল এবং বিচারপতি এম জোসে। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত ২.৭৭ একর জমি তিনটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। ভগবান রামলালা, নির্মোহী আখড়া এবং সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ায় রায় দেয় এলাহাবাদ হাইকোর্ট।এর বিরোধিতা করে বিভিন্ন পক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

 

.