This Article is From Apr 17, 2020

আরবিআইয়ের পদক্ষেপের ফলে ঋণ সরবরাহে উন্নতি হবে, কৃষক ও দরিদ্ররা সাহায্য পাবে: প্রধানমন্ত্রী

শুক্রবার রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। ৪ বেসিস পয়েন্ট থেকে কমে হল ৩.৭৫%।

আরবিআইয়ের পদক্ষেপের ফলে ঋণ সরবরাহে উন্নতি হবে, কৃষক ও দরিদ্ররা সাহায্য পাবে: প্রধানমন্ত্রী

Coronavirus Lockdown: প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন আরবিআইয়ের সিদ্ধান্তকে।

নয়াদিল্লি:

করোনা অতিমারির (Corona Pandemic) সময়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা আরবিআইয়ের (RBI) ঘোষণাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি টুইট করে জানালেন, ‘‘আরবিআইয়ের এদিনের ঘোষণায় নগদের জোগান ও ঋণ সরবারহের ক্ষেত্রে উন্নতি হবে। এই পদক্ষেপের ফলে ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র-মাঝারি শিল্প, কৃষক ও দরিদ্রদের সহায়তা পাবেন।''

প্রসঙ্গত, শুক্রবার রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। ৪ বেসিস পয়েন্ট থেকে কমে হল ৩.৭৫%। তবে অপরিবর্তিত থাকছে রেপো রেট। পাশাপাশি আরবিআই ৫০,০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য।

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্যে ৫০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করল আরবিআই

শক্তিকান্ত দাস বলেন, ‘‘মহামারির প্রকোপের সময় সামান্য কাজকর্ম সুনিশ্চিত করতে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্কগুলি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ক্ষুদ্র-মাঝারি শিল্পের জিডিপি বৃদ্ধির অনুমান ১.৯ শতাংশ। যা জি২০ দেশগুলির মধ্যে সর্বাধিক।'' এছাড়াও তিনি আশাবাদী ২০২১-২২ সালে ভারতীয় অর্থনীতি আবার আগের স্থানে প্রত্যাবর্তন করবে।

লকডাউনের মধ্যেই ২০ এপ্রিলের পর আরও কোন কোন বিষয়ে মিলবে ছাড় জেনে নিন

গত মঙ্গলবার লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ২০ এপ্রিলের পর গ্রামীণ এলাকার শিল্প, কৃষি ও ই-কমার্সের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা লাঘব করা হবে।

সরকারের আশা রাস্তা ও বাড়ির নির্মাণ কাজও শুরু করা যাবে গ্রামীণ এলাকায়। এর ফলে দৈনিক রোজগার করা পরিযায়ী শ্রমিকরা লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৩,০০০ ছাড়িয়েছে। মৃত ৪৩৭।

.