This Article is From Sep 07, 2019

চন্দ্রায়ণ-২ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর জাতীর উদ্দ্যেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদির: Highlights

এক বছরের আয়ুষ্কালের মিশনে Chandrayaan 2 অরবিটার কাজ করতে থাকবে এবং দূর থেকে চাঁদ নিয়ে পরীক্ষা চালাবে

চন্দ্রায়ণ-২ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর জাতীর উদ্দ্যেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদির: Highlights

আপনারা তাঁদের মধ্যে, যাঁরা বাঁচেন এবং কাজ করেন ভারতকে অন্য উচ্চতায় পৌঁছানোর জন্য। আপনারা দেশ গড়ার কাজে আবদান রাখেন

নয়াদিল্লি/বেঙ্গালুরু:

বেঙ্গালুরুতে ইসরোর কন্ট্রোলরুমে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের সাক্ষী হতে ইসরোর সদর দফতরের কন্ট্রোলরুমে বসেছিলেন তিনি।  চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার দূরে Chandrayaan 2 এর সঙ্গে যোগাযোগ বিচ্ছ্ন্ন হয় ইসরোর। ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, “বিজ্ঞানীদের জন্য গর্বিত ভারত। তাঁদের সেরাটা দিয়েছেন বিজ্ঞানীরা, ভারতকে তাঁরা সবসময়েই গর্বিত করেছেন। এখন সাহসী হওয়ার সময় এবং সাহসী হতে হবে”। ব্যর্থতা থেকে দূরে চন্দ্রযান২। এক বছরের আয়ুষ্কালের মিশনে Chandrayaan 2 অরবিটার কাজ করতে থাকবে এবং দূর থেকে চাঁদ নিয়ে পরীক্ষা চালাবে।

এখানে নরেন্দ্র মোদির ভাষণের হাইলাইটস

আপনারা তাঁদের মধ্যে, যাঁরা বাঁচেন এবং কাজ করেন ভারতকে অন্য উচ্চতায় পৌঁছানোর জন্য। আপনারা দেশ গড়ার কাজে আবদান রাখেন

 গত রাতে আমি আপনাদের চোখে অসন্তুষ্টি দেখেছি

দিনের দিনের পর দিন আপনারা বিরামহীন কাজ করেছেন। এই মিশন সম্পর্কে আপনারা খুবই উৎসাহী ছিলেন।

.