This Article is From May 28, 2018

প্রধানমন্ত্রী দ্বারা 2টো ফ্রিওয়ে খোলা হলো: 10 টি তথ্য

নতুন দিল্লি: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো এক্সপ্রেসওয়ে আরম্ভ করে, একটা মিরাট থেকে দিল্লি যাওয়ার সময় কম করার জন্য আরেকটা দিল্লিতে দূষণ কম করার জন্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি এক বিরাট রোডশো করে

হাইলাইটস

  • আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো এক্সপ্রেসওয়ে আরম্ভ করে
  • 14 লেন দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের প্রথম সংস্করণ লঞ্চ করে
  • দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে—যেইখানে 31টে ট্রাফিক সিগনাল মুক্ত মার্গ হবে
নিউ দিল্লি: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো এক্সপ্রেসওয়ে আরম্ভ করে, একটা মিরাট থেকে দিল্লি যাওয়ার সময় কম করার জন্য আরেকটা দিল্লিতে দূষণ কম করার জন্য| কিন্তু বাঘপতে (উত্তর প্রদেশে) উনার মন্তব্য নির্বাচনের অনেক মুখ্য সমস্যাগুলো ধরতে দেখা গেল, বাঘপত ঠিক কেইরানার কাছে, যেইখানে কাল নির্বাচন হতে চলেছে | এই 7,500-কোটি টাকার, 14-লেন দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে দুটো শহরের মধ্যে যাতাযাতের সময় কম করে 40 মিনিট করে দেবে, যা বর্তমানে আড়াই ঘন্টা | 11,000-কোটি টাকার ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, ভারতের প্রথম স্মার্ট ও সবুজ হাইওয়ে, যেখানে  দিল্লি না ঢুকেই 50,000 গাড়ি জম্মু-কাশ্মিরে যাতাযাত পারবে |

এই রইলো 10 টি তথ্য দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে ও ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে কে নিয়ে:
  1. সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি এক বিরাট রোডশো করে 14 লেন দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের প্রথম সংস্করণ লঞ্চ করে, যার নির্মাণ মূল্য হলো 842 কোটি টাকা | 9 কিলোমিটার লম্বা ইউপি গেটে সকাল 8 টার থেকে দাড়িয়ে থাকা ভীড়কে হাত দেখিয়ে গেলেন| তারপর হেলিকোপটার করে বাঘপত রওনা হলেন |
  2. কেইরানার পাশেই বাঘপত, যেখানে কাল বিধানসভা নির্বাচন হবে, প্রধানমন্ত্রী মুখ্য সমস্যা নিয়ে কথা বললেন যেমন কি আঁখের দাম, দলিতদের জন্য বিশেষ কমিসন ও আইন | বিরোধী দল নির্বাচন আয়োগকে আচরণ বিধির ভঙ্গের নালিশ করলেও, এই নালিশ খারিজ করে দেওয়া হয় |
  3. দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে—যেইখানে 31টে ট্রাফিক সিগনাল মুক্ত মার্গ হবে – যেই অসুবিধে দিল্লি-মিরাট মার্গে দেখা যায়- প্রধানমন্ত্রী একে বললেন “স্বাধীন ও দূষণ মুক্ত মার্গ” |
  4. দিল্লির সরাই কালে খান থেকে ইউপি গেট পর্যন্ত 9 কিলোমিটার লম্বা রাস্তায়ে এবার ভীড় কম হবে| এই প্রজেক্ট হলো 82 কিলোমিটার লম্বা, যার মধ্যের থেকে 27.74 কিলোমিটার 14 লেন হবে এবং বাকিটা 6 লেন |
  5. এই প্রজেক্ট চার ভাগে নির্মাণ হবে, যেটা মার্চ 2019 পর্যন্ত পূর্ণ হবে | এই ভাগে নিজাম্মুদিন ব্রিজ থেকে ইউপি বর্ডার, ইউপি বর্ডার থেকে ডাসনা, ডাসনা থেকে হাপুড় এবং হাপুড় থেকে মিরাট |
  6. 135 কিলোমিটার ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে হবে গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, ফরিদাবাদ এবং পলবল পর্যন্ত সিগনাল মুক্ত যাত্রা করতে পারবেন | প্রধানমন্ত্রী দ্বারা এর নিব রাখা হয়েছিল নভেম্বর 2015তে |
  7. কিছু 2 লক্ষ গাড়ি, ট্রাক ও অনেক যানবাহন, এবার আর দিল্লি না ঢুকেই যাতাযাত করতে পারবে, যার দরুন দিল্লিতে 27 শতাংশ দূষণ কম হবে |
  8. দেশের প্রথম হাইওয়ে যেটা সৌর্য বিদ্যুত দিয়ে আলোকিত হবে এবং বৃষ্টির জল জমা করার বিধান যুক্ত এই 6 লেন হাইওয়েতে 36টে রাষ্ট্রীয় ভবন ও 40টে ফোয়ারা দেখা যাবে | কিছু 2.5 লক্ষ গাছ ও লাগানো হয়েছে হাইওয়ের দু পাশে |
  9. ইন্টারচেঞ্জগুলো আর্কিটেক্ট দ্বারা তৈরী করা হয়েছে | কিছু ভবন অশোকের সিংহ, অশোক চক্র, কোনার্ক মন্দির, জালিয়াওয়ালা বাঘ, গেটওয়ে অফ ইন্ডিয়া, কুতুব মিনার, চার মিনার, লাল কিলা, কীর্তি স্তম্ভ, ইন্ডিয়া গেট, হওয়া মহল ও গুজরাটের নক্কাশীর অবিকল প্রতিরূপ |
  10. ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উদ্বোধন সুপ্রিম কোর্ট দ্বারা 31 মের সীমা টেনে দেওয়ার পর হয়েছে | রাজ্যে বর্তমান দূষণকে নিয়ে চলা কোর্টের মামলায়ে জজেরা জিগ্গেস করলো, “আমরা কেন প্রধানমন্ত্রীর অপেক্ষায়ে রয়েছি সেটা উদ্বোধন করার জন্য? “ কোর্টকে বলা হয়েছিল যে উদ্বোধন এপ্রিল মাসে হওয়ার ছিল কিন্তু প্রধানমন্ত্রীর কিছু কাজের জন্য এই উদ্বোধন পিছিয়ে গেল |
 

.