যাঁরা মারা গেছেন তাঁরা ছাড়াও আহত হয়েছেন একাধিক শ্রমিক। আহতদের উদ্ধার করে আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে
নয়াদিল্লি/ আওরঙ্গাবাদ: মহারাষ্ট্রের (Maharashtra) আওরঙ্গাবাদে (Aurangabad) যেভাবে মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে ১৫ জন পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু হল তাতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে রেল দুর্ঘটনার কারণে প্রাণহানির খবরে গভীরভাবে শোকাহত। রেলমন্ত্রী শ্রী পীযূষ গয়ালের সঙ্গে আমি কথা বলেছি এবং তিনি পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন। প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেওয়া হচ্ছে"।
রেল মন্ত্রক টুইটে জানিয়েছে, "শুক্রবার ভোরে ট্র্যাকে কিছু শ্রমিক দেখে মালগাড়ির লোকো পাইলট ট্রেন থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। বদলাপুর ও করমাদ স্টেশনের মাঝামাঝি জায়গায় পারভানী-মনমাদ এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। যাঁরা মারা গেছেন তাঁরা ছাড়াও আহত হয়েছেন একাধিক শ্রমিক। আহতদের উদ্ধার করে আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটলো তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।"