This Article is From Mar 05, 2020

মিশন পশ্চিমবঙ্গ! লক্ষ্যপূরণের দায়িত্ব নিজের কাঁধে নিলেন প্রধানমন্ত্রী মোদি

২০২১-এর পশ্চিমবঙ্গের মসনদ দখলের লক্ষ্যে "আর নয় অন্যায়" প্রচারাভিযান চালু করেছে বিজেপি

মিশন পশ্চিমবঙ্গ! লক্ষ্যপূরণের দায়িত্ব নিজের কাঁধে নিলেন প্রধানমন্ত্রী মোদি

মিশন বাংলার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (ফাইল ছবি)

হাইলাইটস

  • পশ্চিমবাংলায় বিজেপির ১৮ জন সাংসদ
  • প্রতি সাংসদের সঙ্গে ১৫-২০ মিনিট ধরে কথা বলছেন প্রধানমন্ত্রী
  • মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাফল্য-ব্যর্থতার খোঁজ-খবর নিচ্ছেন তিনি
নয়া দিল্লি:

২০২১-এর পশ্চিমবঙ্গের মসনদ দখলের লক্ষ্যে "আর নয় অন্যায়" প্রচারাভিযান চালু করেছে বিজেপি (BJP)। এবার মিশন পশ্চিমবাংলা'র (Mission West Bengal) লক্ষ্য পূরণের দায়িত্ব নিজের কাঁধে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Minister)। জানা গিয়েছে, পুরভোটের আগের মাসে দু-তিন দিন রাজ্য সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর দীপাবলির পর থেকে এ রাজ্যের মাটি কামড়ে পরে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আর বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এই দুই নেতাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক তো আছেই, সঙ্গে রাজ্যের ১৮ জন সাংসদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে সেই বৈঠক শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশনের ফাঁকে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে মিনিট ১৫-২০ বৈঠক করছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা, বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন প্রধানমন্ত্রী। 

বাল্যবিবাহ রুখল ১৩-র নাবালিকা, সম্মানিত করবে যোগী সরকার

এমনকি, রাজ্যবাসীর এখন প্রধান দাবী কী? খুঁটিয়ে সাংসদদের থেকে এই প্রশ্নের জবাবও খুঁজে নিচ্ছেন প্রধানমন্ত্রী। যে করেই হোক, ২০২১ সালে পশ্চিমবঙ্গে পরিবর্তনের পরিবর্তন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরিয়ে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। তার আগে অ্যাসিড টেস্ট চলতি বছরের পুর ভোট। সেমিফাইনালের ফল্কে হাতিয়ার করে ২০২১-এর ভোট ময়দানে নামতে ঘুটি সাজাচ্ছেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা আর শিবপ্রকাশরা। 

আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না, সুনিশ্চিত করেছে রাজ্য, বললেন মুখ্যমন্ত্রী

.