This Article is From Mar 03, 2020

আতঙ্ক নয়, করোনা ভাইরাস প্রসঙ্গে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভাইরাসের আতঙ্ক প্রসঙ্গে সকলকে বার্তা দিলেন। তিনি জানালেন, আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই।

আতঙ্ক নয়, করোনা ভাইরাস প্রসঙ্গে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

করোনা ভাইরাসের আতঙ্ক প্রসঙ্গে সকলকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

হাইলাইটস

  • করোনা ভাইরাস প্রসঙ্গে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
  • সকলকে আতঙ্কিত না হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর
  • সোমবারই দেশের আরও দু’জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্ক প্রসঙ্গে সকলকে বার্তা দিলেন। তিনি জানালেন, আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। সকলকে আত্মরক্ষার জন্য ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিমাপের কথা বলেন তিনি। এদিন দুপুরে একের পর টুইট করেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, তিনি বহু মন্ত্রকের ও রাজ্য সরকারের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছেন প্রস্তুতির প্রসঙ্গে। এর মধ্যে রয়েছে বিমানবন্দরে বিদেশ থেকে দেশে ফেরা যাত্রীদের পরীক্ষা করার বিষয়টিও।

একটি ছবিও টুইট করেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি মৌলিক প্রতিরক্ষামূলক ব্যবস্থার দিকটি চিহ্নিত করেছেন, যার সাহায্যে এই অসুখের সংক্রমণকে রোখা যায়। এর মধ্যে ঘনঘন হাত ধোয়া ও হাঁচি বা কাশির সময় মুখ, নাক একটি টিস্যুর সাহায্যে ঢেকে রাখার মতো পদক্ষেপ রয়েছে।

করোনা ভাইরাসের আতঙ্কে নয়ডায় বাতিল হল পরীক্ষা

সোমবারই দেশের আরও দু'জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। তাঁদের মধ্যে একজন দিল্লি এবং অন্যজন তেলেঙ্গানার বাসিন্দা।

মোদি-কেজরিওয়াল বৈঠকে "দিল্লির হিংসা, করোনা ভাইরাস নিয়ে আলোচনা"

সারা পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৯০,০০০। মৃত্যু হয়েছে ৩,০০০-এরও বেশি মানুষের। এই অসুখে মৃত্যুর অধিকাংশই ঘটেছে চিনে। প্রসঙ্গত, চিন থেকেই এই ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 

.