৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি:
৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লায় এদিন সকালে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেন তিনি। সকাল ৭.৩০ মিনিটে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পরে জাতির উদ্দেশে প্রথাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণের সেরা দশ উদ্ধৃতি:
আমার ভারতীয় সাথীরা, আপনাদের সকলকে ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাই। দেশ আজ উদযাপন করলেও আমাদের মনে রাখতে সেই মানুষদের কথা, যাঁরা বন্যায় প্রবল সমস্যার সম্মুখীন হয়েছেন। উদ্ধারকারী দল প্রতি মুহূর্তে কাজ করেছে, যাতে তাঁরা নিরাপদে থাকেন।
বহু মানুষ দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবনের বলিদান দিয়েছিলেন। আজ আমি তাঁদের সেলুট করি।
নতুন সরকার ক্ষমতায় আসার পর আমরা সরকারি প্রক্রিয়াকে আরও মজবুত করি যাতে আমরা জাতি হিসেবে দ্রুত এগিয়ে যেতে পারি।
ক্ষমতায় প্রত্যাবর্তনের ১০ সপ্তাহের মধ্যে আমরা বড় সিদ্ধান্ত নিয়েছি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে। ৩৭০ ধারা ও ৩৫এ ধারা বাতিল এবং তিন তালাক নিষিদ্ধ করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সর্দার বল্লভভাই প্যাটেলের দেখা স্বপ্ন আমরা পূরণ করেছি।
আমাদের লক্ষ্য একবিংশ শতাব্দীর ভারত গড়ে তোলা— কী ভাবে এটি এগোবে, কী ভাবে কাজ করবে, কী ভাবে ভাববে।
জম্মু ও কাশ্মীর এবং লাদাখে থাকা আমাদের ভাইবোনদের জীবনের উন্নতি দেশবাসী হিসেবে আমাদের সম্মিলিত দায়িত্ব।
‘এক দেশ এক সংবিধান'-এর আদর্শ এখন বাস্তব এবং ভারত তার জন্য গর্বিত।
ভারতকে দ্রুত এগোতে হবে। এবং তা সম্ভব হবে যদি প্রত্যেক ভারতীয় উন্নতি করেন। দরিদ্রদের হাত ধরা আমাদের দায়িত্ব।
জনসংখ্যার বিস্ফোরণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমস্যা তৈরি করবে। যাঁরা ছোট পরিবারের পরিকল্পনা করেছেন তাঁরা দেশের উন্নতিতে অবদান রেখেছেন। এটাও এক ধরনের দেশাত্মবোধ।
জলের ঘাটতি ভারতের অন্যতম বড় চ্যালেঞ্জ। এক সাধু একবার বলেছিলেন, এমন দিন আসবে যেদিন আমাদের দোকান থেকে জল কিনতে হবে। সেটা আজ বাস্তব। ব্যাপারটা আরও খারাপ হওয়ার জন্য আমাদের অপেক্ষা করা উচিত নয়। আমাদের পদক্ষেপ করতে হবে।
Post a comment