মোট ৩৭ জন মন্ত্রী জম্মু ও কাশ্মীরের ৭০টি অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন।
হাইলাইটস
- জম্মু ও কাশ্মীর পরিদর্শনে যাওয়া মন্ত্রীদের কাছ থেকে রিপোর্ট তলব পিএমও-র
- মোট ৩৭ জন মন্ত্রী জম্মু ও কাশ্মীরের ৭০টি অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন
- সব রিপোর্ট একসঙ্গে করে বিস্তারিত রিপোর্ট জমা দেবে স্বরাষ্ট্র মন্ত্রক
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে (J&K) যে কেন্দ্রীয় মন্ত্রীরা গিয়েছিলেন তাঁদের কাছ থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) দফতর (PM's Office)। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে সেই রিপোর্টের উপর ভিত্তি করতে চাইছে সরকার। মোট ৩৭ জন মন্ত্রী জম্মু ও কাশ্মীরের ৭০টি অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন। সেই মন্ত্রীদের কাছ থেকেই রিপোর্ট চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের বর্ষীয়ান এক কার্যনির্বাহী NDTV-কে জানিয়েছেন, ‘‘১৪ জন মন্ত্রীর মন্ত্রক এরই মধ্যে রিপোর্ট পেয়েছে। আমরা সব রিপোর্ট একসঙ্গে করে প্রধানমন্ত্রীর দফতরকে বিস্তারিত রিপোর্ট জমা দেব।''
তিনি আরও জানিয়েছেন, প্রত্যেককে ছ'টি কলাম ভর্তি করতে বলা হয়েছে। তাতে বিশেষ বিশেষ বিষয়ের উল্লেখ করে সে বিষয়ে তাঁদের সফরের অভিজ্ঞতা এবং পরামর্শ লিপিবদ্ধ করতে বলা হয়েছে।
এর মধ্যে রয়েছে বিদ্যুৎ সংযোগ, শিক্ষার মান ও গ্যাস সংযোগের মতো বিষয়।
কাশ্মীরফেরত এক কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘‘আমরা যাঁরা জম্মু ও কাশ্মীরে গিয়েছিলাম তাঁদের অন্তত দু'রাত সেখানে থাকতে বলা হয়েছিল বাস্তব পরিস্থিতিটা ভাল করে বুঝতে।''
স্বরাষ্ট্র মন্ত্রকের সবচেয়ে জুনিয়র দুই মন্ত্রী নিত্যানন্দ রাই ও জি কিষান রেড্ডি সেখানে তিন রাত করে ছিলেন। গত আগস্টে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রকের জুনিয়র মন্ত্রীরা সেখানে গেলেন।
প্রধানমন্ত্রী সকলকে জানিয়ে দিয়েছিলেন, কেবল শহরাঞ্চলের দিকে না যেতে। গ্রামের মানুষদের সঙ্গে দেখা করে সেখানকার উন্নয়ন সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছিল তাঁদের। পাশাপাশি মন্ত্রীদের সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সম্পর্কে গ্রামবাসীদের বলতে বলা হয়েছিল।