This Article is From Nov 21, 2018

তানসেনের সঙ্গেও আমার একটা 'সম্পর্ক' রয়েছে, নির্বাচনী সভায় এসে বললেন মোদী

মধ্যপ্রদেশের রেওয়াতে এক নির্বাচনী সভায় উপস্থিত হয়ে গুজরাটের বাদনগরের জন্মগ্রহণ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবদন্তি সুরস্রষ্টা তানসেনকে নিজের জন্মস্থানের সঙ্গে মিলিয়ে দিলেন।

তানসেনের সঙ্গেও আমার একটা 'সম্পর্ক' রয়েছে, নির্বাচনী সভায় এসে বললেন মোদী

মঙ্গলবার মধ্যপ্রদেশের রেওয়া'র নির্বাচনী সভায় এসেছিলেন মোদী

রেওয়া:

মধ্যপ্রদেশের রেওয়াতে এক নির্বাচনী সভায় উপস্থিত হয়ে গুজরাটের বাদনগরের জন্মগ্রহণ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবদন্তি সুরস্রষ্টা তানসেনকে নিজের জন্মস্থানের সঙ্গে মিলিয়ে দিলেন। "বিন্ধ্যের মাটির সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। এই মাটির সঙ্গে জড়িয়ে আছে সাদা বাঘ, তানসেনের সুর এবং বীরবলের ঐতিহাসিক কৌতুকও। যা, এখানকার মানুষদের জীবনেও প্রতিফলিত হয়", বলেন মোদী। রেওয়ার রাজপ্রাসাদে নিজের জীবনের অধিকাংশ সময়ই কাটিয়েছিলেন তানসেন। "তানসেনের কারণেই আমার সম্পর্ক রয়েছে রেওয়ার সঙ্গে।   তিনি যখন 'রাগ দীপক' সৃষ্টি করছিলেন, তখন তার মাধ্যমে যে কেবল আলোই জ্বালিয়ে দিতে পারতেন, তা-ই নয়, তাঁর শরীরকে ভিতর থেকে প্রজ্জ্বলিতও করতে পারতেন", বলেন প্রধানমন্ত্রী। তানসেন যে ওই সময়ে অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছিলেন, তাও মনে করিয়ে দিতে ভোলেননি মোদী। 

"ওই সময়ই তাঁকে কেউ একজন বাদনগরের কথা বলেন। যেখানে আমি জন্মেছিলাম৷ সেখানেই জন্মেছিলেন তানা ও রিরি নামের দুই নারী, এক নাগর পরিবারে। যাঁরা 'রাগ মল্লার' গাওয়ার ব্যাপারে বিশেষজ্ঞ ছিলেন। ওঁরা দুজন যখন 'রাগ মল্লার' গাইতেন তখন আকাশ থেকে বৃষ্টি নেমে এসে ভিজিয়ে দিত তানসেনকে। তিনি শান্ত হতেন তারপর", বলেন প্রধানমন্ত্রী।

.