This Article is From Feb 05, 2020

অকার্যকরী বাজেটের দায় এড়াতে দিশাহীন নির্মলা সীতারমণকে বরখাস্ত করুন প্রধানমন্ত্রী: Rahul Gandhi

দিশাহীন নির্মলা সীতারমণকে সরাতে অকার্যকরী বাজেটকে হাতিয়ার করুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)

অকার্যকরী বাজেটের দায় এড়াতে দিশাহীন নির্মলা সীতারমণকে বরখাস্ত করুন প্রধানমন্ত্রী: Rahul Gandhi

"বাজেট ২০২০-কে অকার্যকরী আখ্যা দিয়ে নির্মলা সীতারমণকে দিশাহীন", বলে তোপ দাগেন রাহুল গান্ধি।

হাইলাইটস

  • নিজে দায় এড়াতে অর্থমন্ত্রীর ঘাড়ে দোষ চাপাক প্রধানমন্ত্রী
  • বুধবার টুইট করে কটাক্ষ করেন রাহুল গান্ধি
  • অর্থমন্ত্রীকে দিশাহীন আর তাঁর বাজেটকে অকার্যকরী আখ্যা দিয়েছেন রাহুল
নয়াদিল্লি:

দিশাহীন নির্মলা সীতারমণকে সরাতে অকার্যকরী বাজেটকে হাতিয়ার করুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার পরামর্শ দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। দিশাহীন বাজেটের দায় অর্থমন্ত্রীর (Nirmala Sitharaman) কাঁধে চাপিয়ে নিজের দায় প্রধানমন্ত্রী (Prime Minister) এড়াতে চাইলে এই পথে হাঁটুক। কটাক্ষের সুরে এমন মন্তব্য করেছেন রাহুল গান্ধি। টুইটারে অভিযোগের সুরে তিনি লেখেন, "দেশের অর্থনীতি ডুবছে, আর আপনি এখন ভাবছেন কীভাবে দোষ এড়াবেন। একটা কাজ করুন, দিশাহীন নির্মলা সীতারমণের ঘাড়ে অকার্যকরী বাজেটের দায় চাপিয়ে তাঁকে বরখাস্ত করুন।"

এদিন প্রধানমন্ত্রীকে আর্থিক বেহাল দশার জন্য কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধি। প্রায়ই দেশের নিম্নমুখী জিডিপি'র জন্য জিএসটি ও নোটবন্দিকে কাঠগড়ায় তুলে থাকেন রাহুল গান্ধি।এমনকি বাজেট ২০২০-তে অর্থনীতির হাল ফেরানোর কোনও দিশা নেই বলে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.