This Article is From May 30, 2019

PM Modi Oath Ceremony 2019; রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন ২৪ জন পূর্ণমন্ত্রী

PM Modi Oath Ceremony 2019; শেষমেশ মোদী মন্ত্রিসভায় যোগ দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ

PM Modi Oath Ceremony 2019; রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন ২৪ জন পূর্ণমন্ত্রী

হাইলাইটস

  • শেষমেশ মোদী মন্ত্রিসভায় যোগ দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ
  • নির্বাচনে বিজেপির সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অমিতের
  • প্রকাশের পর থেকেইও মন্ত্রী হিসেবের অমিতের নাম শোনা যাচ্ছিল

 শেষমেশ মোদী মন্ত্রিসভায় যোগ দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ (BJP President Amit Shah) । লোকসভা  নির্বাচনে (General Election 2019 ) বিজেপির সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা  ছিল অমিতের। এবার তাঁকেই মন্ত্রিসভায় নিয়ে আসা হল। অমিতই  যে নতুন মন্ত্রিসভার (New Cabinet) সবচেয়ে চর্চিত নতুন মুখ  হতে চলেছেন তা  নিয়ে সন্দেহের অবকাশ নেই।  এবার  ভোটের ফল প্রকাশের পর  থেকেইও মন্ত্রী হিসেবের অমিতের নাম শোনা যাচ্ছিল। শেষমেশ জল্পনাকে সত্যি করে  মন্ত্রী হলেন অমিত। এই প্রথম  লোকসভা নির্বাচনে  প্রার্থী হয়েছিলেন তিনি। লালকৃষ্ণ আদনবানীর বদলে গুজরাটের গান্ধী নগর আসন থেকে প্রার্থী করে বিজেপি। 

 আগামী  বছর কয়েকটি রাজ্যে বিধানসভা  নির্বাচন থাকায় দলের  অনেকেই চেয়েছিলেন সভাপতি পদেই থেকে যান। তবে শেষমেশ দেখা  গেল  মন্ত্রী হিসেবে  শপথ নিলেন অমিত। দলের  একটা  অংশ মনে  করেছিল মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানার মতো রাজ্যে ভোট থাকায়  সভাপতি হিসেবেই দলকে নেতৃত্ব দেবেন। এর পাশাপাশি আগামী বছর বিহার  থেকে শুরু করে আরও কয়েকটি রাজ্যে ভোট হবে।

ঠিক এক সপ্তাহ আগে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল। আর এক সপ্তাহ বাদে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিল মোদী সরকার। সন্ধ্যার অনুষ্ঠান শুরুর আগেই একাধিক কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর।  আজ সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান তিনি। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি- স্মারকের সামনেও শ্রদ্ধা জানান তিনি।  এরপর ইন্ডিয়া গেটের সামনে তৈরি হওয়া ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান তিনি। এরপর প্রধানমন্ত্রীর বাড়ি যান অমিত। মন্ত্রিসভা কেমন হবে তা নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। এর আগে গতকাল সন্ধ্যায় বিজেপি সভাপতি অমিত সাহার সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে মন্ত্রিসভার গঠন থেকে শুরু করে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়। গত মঙ্গলবারও দুজন প্রায় ৫ ঘন্টা একী বিষয় নিয়ে কথা বলেন।                               

   

.