This Article is From May 30, 2019

নতুন মুখ সহ মন্ত্রিসভায় থাকছেন কারা? দেখে নিন এই তালিকা

Oath Taking Ceremony Of PM Modi: সন্ধ্যা ৭ টায় এ অনুষ্ঠান শুরু হবে। কিন্তু তার অনেক আগে থেকেই কার্যত নিরাপত্তার (Security Arrangements) চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর

নতুন মুখ সহ মন্ত্রিসভায় থাকছেন কারা? দেখে নিন এই তালিকা

Oath Taking Ceremony Of PM Modi: আজ প্রধানমন্ত্রী মোদী সহ শপথ গ্রহণ করতে চলেছেন মন্ত্রীসভার সদস্যরা

হাইলাইটস

  • মোদী মন্ত্রিসভা কেমন হতে চলেছে তার খবর পাওয়া গিয়েছে
  • তার মধ্যে বেশ কয়েকজন প্রথমবার মন্ত্রী হচ্ছেন
  • গত মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে এবারও নিজের মন্ত্রিসভায় রাখছেন মোদী
New Delhi:

দফায় দফায় আলোচনা পর মোদী মন্ত্রিসভা (Modi Cabinet) কেমন হতে চলেছে তার খবর পাওয়া গিয়েছে। যে সমস্ত নাম মন্ত্রী হিসেবে উঠে এসেছে তার মধ্যে বেশ কয়েকজন প্রথমবার মন্ত্রী (First Time Ministers) হচ্ছেন। তাছাড়া প্রত্যাশামতোই গত মন্ত্রিসভার (Union Ministry)  কয়েকজন সদস্যকে এবারও নিজের মন্ত্রিসভায় রেখে দিয়েছেন প্রধানমন্ত্রী, সন্ধ্যায় মহাসমারোহে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান (Swearing In Ceremony)  আয়োজিত হতে চলেছে। গোটা দিল্লি জুড়ে সাজো সাজো রব। দেশ-বিদেশ থেকে এসে অতিথিরা পৌঁছেছেন। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে নিরাপত্তা- সমস্ত দিক থেকে জমকালো হতে চলেছে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান (Swearing In Ceremony) । সন্ধ্যা ৭ টায় এ অনুষ্ঠান শুরু হবে। কিন্তু তার অনেক আগে থেকেই কার্যত নিরাপত্তার (Security Arrangements) চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর  যান চলাচলের (Traffic Movement) উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই দিল্লির বাসিন্দাদের সে খবর জানিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী কারা কারা হবেন তা ঠিক করতে দফায় দফায় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ (BJP Chief Amit Shah)। দীর্ঘ আলাপ-আলোচনার পরে নিজের মন্ত্রিসভার বেছে নিতে পেরেছেন মোদী (Narendra Modi)। এখন দেখে নেওয়া যাক এই তালিকা কার কার নাম রয়েছে

রবি শংকর প্রসাদ

পীযূষ গোয়েল

স্মৃতি ইরানি

নির্মলা সীতারামণ

কিরেন রিজিজু

সুষমা স্বরাজ

রাজনাথ সিং

রতনলাল কাটারিয়া

ইন্দ্রজিৎ সিং
অর্জুন কৃষ্ণপাল

হারসিমরত কৌর

সদানন্দ গৌড়া
বাবুল সুপ্রিয়

প্রকাশ জাভরেকর

রামদাস আটাওলে

জিতেন্দ্র সিং

সাধ্বী নিরঞ্জন জ্যোতি

পুরুষোত্তম রুপালা

রমেশ পখরিয়াল

থাওয়ার চাঁদ গেহলত

আর সি পি সিং

জি কিষান রেড্ডি

এ রবীন্দ্রনাথ

কৈলাস চৌধুরি

প্রল্লাদ জোশি

সোম প্রকাশ

রামেশ্বর তেলি

সুব্রত পাঠক

দেবশ্রী চৌধুরী

.