தமிழில் படிக்க
This Article is From Aug 17, 2020

ছবির কোলাজে অটলবিহারী বাজপেয়ীকে দ্বিতীয় প্রয়াণ দিবসকে স্মরণ প্রধানমন্ত্রীর

রাজনীতির বাইরে লেখক হিসেবে সমাদৃত ছিলেন তিনি। ২০১৮ সালের ১৬ অগাস্ট মৃত্যু হয়েছে তাঁর। তাঁর জন্মদিন ২৫ ডিসেম্বরকে স্মরণ করে গুড গভর্নেন্স ডে পালন করে কেন্দ্রীয় সরকার

Advertisement
অল ইন্ডিয়া Edited by

অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস।

নয়াদিল্লি:

অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় প্রয়াণ দিবসে (2nd Death Anniversary of Vajpayee) প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করলেন নরেন্দ্র মোদি। দু'মিনিট লম্বা ভিডিও রবিবার তিনি (PM Modi remembered Vajpayee) টুইটারে পোস্ট করেন। তিনি লেখেন, "এই পূন্যতিথিতে অটলবিহারী বাজপেয়ীজিকে শ্রদ্ধার্ঘ। দেশ গঠন ও প্রগতিতে ওর অবদান অনস্বীকার্য।" তিনি আরও জুড়েছেন, "এই দেশ কখনও অটলজির আত্মত্যাগ ভুলবে না। উনার নেতৃত্বে ভারত পরমাণু নির্ভরশীল দেশ হয়েছে। রাজনৈতিক নেতা হিসেবে, সাংসদ হিসেবে, মন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে ওর অবদান অনস্বীকার্য।" দেখুন সেই টুইট: 

এদিন টুইট করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

দ্বিতীয় প্রয়াণ দিবসে পারিবারিক প্রার্থনা সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজনীতির বাইরে লেখক হিসেবে সমাদৃত ছিলেন তিনি। ২০১৮ সালের ১৬ অগাস্ট মৃত্যু হয়েছে তাঁর। তাঁর জন্মদিন ২৫ ডিসেম্বরকে স্মরণ করে গুড গভর্নেন্স ডে পালন করে কেন্দ্রীয় সরকার।

Advertisement
Advertisement