This Article is From Jan 21, 2020

অসুস্থ শঙ্খ ঘোষ হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

অসুস্থ কবি শঙ্খ ঘোষ। সূত্রের খবর, শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। যদিও কবির অবস্থা স্থিতিশীল।

অসুস্থ শঙ্খ ঘোষ হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

স্থিতিশীল শঙ্খ ঘোষ

কলকাতা:

অসুস্থ কবি Shankha Ghosh। সূত্রের খবর, শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার বিকেলে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই নানা মেডিক্যাল পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে কবির। সমস্ত রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড ঠিক করবে তাঁর চিকিৎসা ব্যবস্থা। যদিও অবস্থা এখন স্থিতিশীল।

বাড়ি ফিরলেন দীপঙ্কর দে

পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার ও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন কবি। ২০১১-য় পদ্মভূষণ পান কবি শঙ্খ ঘোষ। ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে। ১৯৭৭ সালে ‘বাবরের প্রার্থনা'র জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান শঙ্খ ঘোষ। ১৯৯৯ সালে কন্নড় নাটক বাংলায় ‘রক্তকল্যাণ' অনুবাদ করে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান তিনি। কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছিলেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.