हिंदी में पढ़ें
This Article is From May 21, 2019

একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন মা!

পোলান্ডে এই প্রথম কোনও মা একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন।

Advertisement
অফবিট

এই জন্যেই বলে, জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে। জন্মানোর কথা ছিল পাঁচ সন্তানের। তাহলেই আধুনিক পঞ্চপাণ্ডবের মা হতেন তিনি। কিন্তু ভাগ্যের ফেরে একসঙ্গে ছয় সন্তানের (6 newborns)জন্ম দিলেন পোল্যান্ডের এক মা (Poland Mother)। শিরোনাম পড়ে যেমন চোখ কপালে উঠছে আপনাদের, পুরো ঘটনা চোখের সামনে ঘটতে দেখে ঠিক তেমনই বিস্ময়ে আপ্লুত চিকিতসকেরা। পোলান্ডে এই প্রথম কোনও মা একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন। স্থানীয় শহর ক্রাকোবের ইউনিভার্সিটি হাসপাতালে সিজার করে জন্ম হয়েছে নবজাতকদের (6 newborns)। হাসপাতাল সূত্রে খবর, আপাতত সুস্থই আছেন বাচ্চা এবং মা (Poland Mother)

এমন সাড়া জাগানো ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে চিকিত্সক মহলে। কীভাবে এই অসম্ভভ সম্ভব হল এক্ষুণি তা জানা না গেলেও হাসপাতালের পক্ষ থেকে ডাক্তার মারিয়া বোল্ডকওস্কা জানিয়েছেন, ছয় সন্তানের মধ্যে চারজন মেয়ে। দু-জন ছেলে। প্রত্যেক বাচ্চার ওজন ৮৯০ গ্রাম থেকে ১.৩ কিলোগ্রাম। গর্ভধারণের ২৯ সপ্তাহ পরে সন্তানদের পৃথিবীর আলো দেখিয়েছেন মা। তবে একসঙ্গে সবাই জন্মানোয় ভবিষ্যতে যাতে কোনও বাচ্চার বিকাশে কোনও ত্রুটি বা সমস্যা না তৈরি হয় তার জন্য এখন ছয় নবজাতককেই ইক্যুইবেটরে রাখা হয়েছে।  

Advertisement

(ইনপুট ভাষা)

Advertisement