এই ঘটনায় সারা দেশ জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।
হাইলাইটস
- পুলিশ খুনের ঘটনার ছ’দিন পর সরানো হল জেলা পুলিশের সুপারিন্টেডেন্টকে
- । এই ঘটনায় সারা দেশ জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে
- পুলিশ কর্তাকে সরানোর আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়
বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনার ছ'দিন পর সরানো হল জেলা পুলিশের সুপারিন্টেডেন্ট কৃষ্ণ বাহাদুর সিংকে। এই ঘটনায় সারা দেশ জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ওই পুলিশ কর্তা ছাড়া আরও দুই পুলিশকর্মীকে সরানো হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের রক কর্তা জানিয়েছেন ওই পুলিশ কর্মীরা গিয়ে ব্যবস্থা নিতে দেরি করেছেন বলেই তাঁদের সরাবার সিদ্ধান্ত হয়েছে। পুলিশ কর্তাকে সরানোর আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। অন্যদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজিও। ইতিমধ্যেই এই ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রিপোর্ট জমা দিয়েছেন তিনি।
বুলন্দশহরের ঘটনাকে 'বড় ষড়যন্ত্র' বললেন উত্তরপ্রদেশের পুলিশপ্রধান
ঘটনার সূত্রপাত সোমবার। সুবোধ কুমার সিং এবং তাঁর দল ঘটনাস্থলে যান।একটি ঘটনাকে কেন্দ্র করে সেখানে আগে থেকেই উত্তেজনা ছিল। আর তার পয় ঘটনাস্থলে পৌঁছতেই আক্রান্ত হন পুলিশ কর্মীরা। এদিকে বিষয়টিকে দুর্ঘটনা বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই মন্তব্য করার আগে বিষয়টিকে তাঁর বড় চক্রান্তের অঙ্গ বলে মনে হয়েছিল। কিন্তু এরপর শুক্রবার যোগী বলেন এটি একটি দুর্ঘটনা। তাঁর কথায় উত্তরপ্রদেশে কোনও গণপিটুনির ঘটনা ঘটেনি। যা হয়েছে সবটাই দুর্ঘটনা।