প্রথম এক কাগজকুড়ানি দেহটি দেখেন
হাইলাইটস
- কাগজকুড়ানি প্রথম শিশুটির দেহ দেখতে পান
- দেহটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল
- পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে
গুরুগ্রাম: ফের একটি সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার করল হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রামের সেক্টর ৬৬ এলাকা থেকে একটি শিশুর পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
থার্ড রেলে বিদ্যুৎ সরবরাহ আচমকা বন্ধ, ব্যাহত মেট্রো চলাচল
সেক্টর ৬৫ পুলিশ স্টেশন এর প্রধান শতবীর সিংহ বলেন, সদ্যোজাত শিশুটির দেহটিকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে মুড়ে কেউ ফেলে গিয়েছিলেন। আমরা একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে থেকে সেই প্লাস্টিকে মোড়া দেহটিকে উদ্ধার করি।
মহারাষ্ট্রের বিজেপি বিরোধী জোটে কি থাকবেন রাজ? এমএনএসের ভাবমূর্তি নিয়ে চিন্তায় কংগ্রেস
পুলিশ প্রধান আরও জানিয়েছেন, প্রথম একজন কাগজকুড়ানি প্রথম বিষয়টি লক্ষ্য করেন। তিনিই শিশুটির দেহটি দেখতে পান। এর পরেই তিনি ভয় পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। স্থানীয়েরা এসে ঘটনাটির গুরুত্ব আঁচ করে পুলিশে খবর দেন।
আরও খবর দেখুন এখানে