This Article is From Nov 23, 2018

শিশু চোর ও নরখাদক সন্দেহ আটক আফ্রিকার ছ’বাসিন্দাকে উদ্ধার করল পুলিশ

আফ্রিকার ছ’বাসিন্দাকে শিশু চোর ও নরখাদক    সন্দেহে ঘিরে ধরল উন্মত্ত জনতা। তাঁদের উদ্ধার  করেছে পুলিশ।

শিশু চোর ও নরখাদক  সন্দেহ আটক আফ্রিকার ছ’বাসিন্দাকে উদ্ধার করল পুলিশ

হাইলাইটস

  • আফ্রিকার ছ’বাসিন্দাকে শিশু চোর ও নরখাদক সন্দেহে ঘিরে ধরল উন্মত্ত জনতা
  • দিল্লির দ্বারকার কাক্রোলায় বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে
  • এক শিশুকে অপহরণের অভিযোগও দায়ের হয় ওই ৬ জনের বিরুদ্ধে
নিউ দিল্লি:

আফ্রিকার ছ'বাসিন্দাকে শিশু চোর ও নরখাদক সন্দেহে ঘিরে ধরল উন্মত্ত জনতা। তাঁদের উদ্ধার  করেছে পুলিশ। দিল্লির দ্বারকার কাক্রোলায় বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। তাঁদের  বিরুদ্ধে অভিযোগ জানিয়ে থানায় একাধিক ফোন  আসে। এক শিশুকে অপহরণের অভিযোগও দায়ের হয় ওই ৬ জনের বিরুদ্ধে। তাদের উদ্ধার করতে গিয়ে  পুলিশ দেখে  বাড়ির বাইরে শ'দুয়েক লোক জমা হয়েছে। সেই অবস্থা থেকেই সবাইকে  থানায় নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে এই ছ'জনের মধ্যে  ৪ জন তানজানিয়ার বাসিন্দা। বাকি দুজন নাইজেরিয়ার নাগরিক।  তাদের  সঙ্গে  কয়েক দফায় কথা বলেছেন পুলিশ আধিকারিকরা।          

11 রাজ্যের 30 জনের মৃত্যুর কারণ কী ? প্রশ্নে সংবাদ মাধ্যমের ভুমিকা

সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন এটা জাতি বিদ্বেষ মূলক হামলা নয়। সকলেই অপহরণ করা  হয়েছে  ধরে  নিয়ে জড়ো হয়েছিল। শুধু দিল্লি নয়  দেশের একাধিক রাজ্যে ছেলেধরা  সন্দেহে আটক করে  রাখা বা মারধরের মতো ঘটনা ঘটে। ঘটে  প্রাণহানিও। দেশের দশটির বেশি রাজ্যে এ ধরনের হিংসা থাবা বসিয়েছে। মৃত্যু হয়েছে জনা কুড়ির বেশি  মানুষের। পরিসংখ্যান বলছে সূত্রপাত ঝাড়খণ্ড থেকে। গত বছর মে মাসে গণপিটুনিতে সাত জন প্রাণ হারিয়েছেন সেখানে। আর তার সবটাই ছেলেধরা সন্দেহে। ব্যাপারটা শুরু হয় স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত কয়েকটি খবরের মধ্যে দিয়ে।

.