This Article is From Dec 18, 2019

মালদা, মুর্শিদাবাদে বিজেপি প্রতিনিধিদের পথ আটকাল পুলিশ, আটক দুই সাংসদ

ঘটনার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপি ওই অঞ্চলে গিয়ে নতুন করে অশান্তি সৃষ্টি করতে চাইছিল।

মালদা, মুর্শিদাবাদে বিজেপি প্রতিনিধিদের পথ আটকাল পুলিশ, আটক দুই সাংসদ

মালদা ও মুর্শিদাবাদে বিজেপি প্রতিনিধিদের পথ আটকাল পুলিশ।

রাজ্যসভায় নাগরিকত্ব (সংশোধনী) বিল (CAA) পাস হওয়ার পর থেকে উত্তর-পূর্বে দেখা দেয় প্রতিবাদ-বিক্ষোভ। তারপরই পশ্চিমবঙ্গেও শুরু হয় হিংসাত্মক প্রতিবাদ। হিংসায় ক্ষতিগ্রস্ত অন্যতম দুই জেলা মা‌লদা ও মুর্শিদাবাদ (Malda And Murshidabad)। বুধবার ওই দুই জেলার উত্তেজনাপ্রবণ এলাকা পরিদর্শনে যাওয়ার পথে পুলিশের কাছে বাধা পেল বিজেপির দুই প্রতিনিধি দল। মালদা পরিদর্শনে যাওয়ার পথে প্রতিনিধি দলটির পথ আটকায় পুলিশ গ্রেফতার হন দুই বিজেপি নেতা ও সাংসদ নিশীথ প্রামানিক ও খগেন মূর্মূ। পুলিশ সূত্রে একথা জানা গিয়েছে। পুলিশ ওই এলাকায় বিজেপির প্রতিনিধি দলকে ঢুকতে দেয়নি নতুন করে অশান্তি সৃষ্টি হতে পারে এই আশঙ্কায়।

গত চারদিন ধরে উত্তপ্ত থাকার পর ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে ওই সব অঞ্চলে। এই পরিস্থিতিতে নতুন করে অশান্তি হওয়ার কোনও সম্ভাবনাকে বাড়তে দিতে চায়নি পুলিশ।

এদিকে মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে বাধা পায় গেরুয়া শিবিরের আর এক প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন দুই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও সাংসদ সৌমিত্র খান। বিজেপি নেতৃত্বের তরফে একথা জানা গিয়েছে।

এদিকে এই দুই ঘটনার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপি ওই অঞ্চলে গিয়ে নতুন করে অশান্তি সৃষ্টি করতে চাইছিল।
 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.