This Article is From Aug 12, 2018

জঙ্গীদের সঙ্গে সংঘর্ষে পুলিশকর্মীর মৃত্যু শ্রীনগরে

সন্ত্রাসবাদীদের উপস্থিতির তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীরের বাটমালুতে

শ্রীনগর এনকাউন্টার|: সন্ত্রাসবাদীদের সাথে গুলির লড়াইয়ে মৃত্যু দুই নিরাপত্তাবাহিনীর সেনার

হাইলাইটস

  • সিনিয়র অফিসার শেশ পল ভাইদ ট্যুইট করে জানিয়েছেন গুলির লড়াই চলছে
  • স্পেশ্যাল অপারেশন গ্রুপের পুলিশকর্মীর মৃত্যু
  • আহত হয়েছেন আরও এক পুলিশকর্মী ও দুই সিআরপিএফ জওয়ান
শ্রীনগর:

শ্রীনগরে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে শহিদ হলেন বিশেষ অপারেশন গ্রুপের এক পুলিশকর্মী। রাজধানীর বাটমালুতে আজ সকালে ওই লড়াই হয়। সংঘর্ষে আহত হয়েছেন জম্মু ও কাশ্মীরের এক পুলিশকর্মী ও দুই সিআরপিএফ জওয়ান।

সিনিয়র পুলিশ অফিসার শেশ পল ভায়েদ টুইট করে জানান, এখনও গুলির লড়াই চলছে সেথানে।

পুলিশের এক কর্তা জানান, এদিন সকালে ওই এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পরই নিরাপত্তা বাহিনী বাটমালুতে তল্লাশি অভিযান শুরু করে।

সন্ত্রাসবাদীরা তখন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে পালটা গুলির লড়াই শুরু হয় সেখানে।

 

সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, শহরের মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

 

.