বিস্ফোরণে মৃত্যু হয় আট বছরের এক শিশুর
কলকাতা: গতকাল সকালবেলা নাগেরবাজারে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দক্ষিণ দমদম সহ গোটা কলকাতা। যে বহুতলের সামনে বিস্ফোরণটি ঘটে, সেখানে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়ের অফিস। এই বিস্ফোরণে মৃত্যু হয় আট বছরের এক শিশুর। আহত হয় একাধিক মানুষ। ঘটনার অব্যবহিত পরেই প্রায় অনিবার্য তরজা শুরু হয়ে গিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু দাবি করেন নাগেরবাজারের বিস্ফোরণের সঙ্গে আরএসএসের মস্তিষ্কপ্রসূত বিস্ফোরণগুলির মিল রয়েছে। যার উত্তরে বিজেপি নেতা মুকুল রায় মঙ্গলবার বলেন মন্ত্রীর উচিত এই ঘটনা নিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (এনআইএ)-র কাছে তদন্তভারের দায়িত্ব সঁপে দেওয়া। সংবাদসংস্থা এএনআইকে মুকুল রায় বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ভিত্তিহীন অভিযোগ। যদি ওঁরা ওঁদের অভিযোগ নিয়ে এতটাই নিশ্চিত হন, তাহলে এনআইএ'কে দিয়ে তদন্ত করান। ওঁদের অভ্যাসই হল যখনতখন মিথ্যে অভিযোগ করে একটা ছাপ মেরে দেওয়া। এটাই ওদের রাজনৈতিক খেলা"।
প্রসঙ্গত, নাগেরবাজারের বিস্ফোরণ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভে ফেটে পড়ে বহু সাধারণ মানুষ। সাম্প্রতিককালের মধ্যে শহরের উপকণ্ঠে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এই বিস্ফোরণের ঘটনাটিকে প্রাথমিকভাবে সিলিন্ডার ফেটে যাওয়ার ফলে ঘটেছে বলে মনে করা হলেও, পরে জানা যায়, এর সঙ্গে সিলিন্ডারের কোনও যোগ নেই।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য আপাতত তদন্ত চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দাবিভাগ।