কলকাতা: শুক্রবার ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে সম্মানিত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শনিবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা বঙ্গ সন্তান প্রণব মুখোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন।
প্রাক্তন রাজ্য কংগ্রেসের প্রধান ও সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমাদের সকলের জন্য এটা গর্বের ব্যাপার যে আমাদের খুব কাছের মানুষ প্রণব মুখোপাধ্যায় ভারতরত্ন পাচ্ছেন। তিনি দেশের সবচেয়ে বিশিষ্ট রাজনীতিবিদদের মধ্যে একজন।"
সরকারের পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন নবীন পট্টনায়েকের বোন লেখিকা গীতা মেহতা
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নেতারা এবং ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সদস্যরাও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে অভিনন্দন জানান।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান অপরিমেয়। তিনি শুধু ভারতের একজন মহান সন্তান নন, একজন মহান মানুষও।”
Google Doodle; ভারতের ৭০ তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে গুগলের বিশেষ অভিনন্দন
প্রণব মুখোপাধ্যায় সহ ভারতীয় জনসংঘের নেতা নানাজি দেশমুখ এবং গায়ক ভূপেন হাজারিকাকে দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করা হবে বলে শুক্রবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।