মঙ্গলবার দিল্লিতে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: নির্বাচনী প্রচারসভায় (Delhi Assembly Election) আম-আদমি পার্টি (Aam Aadmi Party) আর কংগ্রেসকে আক্রমণ অব্যাহত রাখলেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি। দিল্লিতে এমন একটা সরকার দরকার, যারা ভোট রাজনীতি করবে না । এদিন সওয়াল করেছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, দিল্লির এমন সরকার দরকার নেই, যারা শত্রুদের ইন্ধন দেবে। দরকার নেই এমন সরকার, যারা রাস্তা আটকে অন্যদের অসুবিধা করা প্রতিবাদীদের ইন্ধন দেবে। সোমবারের পর মঙ্গলবারো শাহিনবাগ (Shaheen Bagh) আন্দোলনকে কটাক্ষের নিশানা বানালেন প্রধানমন্ত্রী। শাহিনবাগ নিয়ে দিল্লিতে ভোটপ্রচারে আক্রমণের সুর চড়িয়েছেন সব বিজেপি নেতারাই। স্বরাষ্ট্রমন্ত্রী হোক কিংবা দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। শাহিনবাগ আন্দোলন যে সুয়োরানী, তা ধারেভারে বুঝিয়ে দিয়েছেন বিজেপির ওই প্রথমসারির নেতারা। সেই তালিকায় নতুন সংযোজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারের পর মঙ্গলবারও ওই আন্দোলনকে ((Shaheen Bagh)) আক্রমণের নিশানা বানালেন তিনি।
বিজেপিকে চ্যালেঞ্জ করে দুপুর ১টা পর্যন্ত সময় দিলেন অরবিন্দ কেজরিওয়াল
যদিও প্রতি আক্রমণের জবাব সপ্রতিভ থেকেই দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, বিজেপির নির্বাচনী প্রচারে আর কিছু বলার নেই। তাই শুধু শাহিনবাগ, শাহিনবাগ, হিন্দু-মুসলিম আর পাকিস্তান।নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিজেপি নেতাদের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, তারমধ্যে সোমবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকে নৈরাজ্য বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাশাপাশি দিল্লির রায়ের মাধ্যমে তা বন্ধ করার আহ্বান জানালেন। কংগ্রেস এবং দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির বিরুদ্ধে পুরো বিষয়টি পরিকল্পিতভাবে তৈরি করার অভিযোগ তুলে তিনি বলেন, তোষণের রাজনীতি করছে দুই দল। দিল্লি নির্বাচনের ভোটগ্রহণ পর্বের আরমাত্র কয়েকদিন বাকি, এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, “সংবিধান এবং জাতীয় পতাকার আড়ালে ভাষণ দিচ্ছে তারা”।
“আপনি জঙ্গি, অনেক প্রমাণ আছে”, অরবিন্দ কেজরিওয়ালকে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর
শাহিনবাগে মহিলাদের বিক্ষোভে সামিল হওয়া থেকে অনুপ্রেরণা পেয়ে, দেশ জুড়ে বিভিন্ন শহরে মহিলাদের প্রতিবাদে সামিল হওয়ার খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এই প্রতিবাদ, বিক্ষোভ একটি ঘটনা কিনা, তা নিয়েই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী মোদি।
দিল্লির নির্বাচনী প্রচারসভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, “এটা সিলামপুর হোক, বা জামিয়া, শাহিনবাগ, নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে একাধিক বিক্ষোভ হয়েছে। আপনারা কি মনে করেন এগুলো নিছকই ঘটনা? না সেটা নয়। এগুলো সবই রাজনীতির পরীক্ষা। যদি এটা আইন সম্পর্কে এতটাই সহজ সরল বিষয় হত, তাহলে শেষ হত”।