This Article is From Oct 26, 2018

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন, ভোটারদের নাম বাদ যাওয়ার মধ্যে অস্বাভাবিকতা দেখছে না কমিশন

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটার  তালিকা থেকে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন।

অভিযোগ খতিয়ে দেখে 19 নভেম্বর নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

হাইলাইটস

  • ভোটার তালিকা থেকে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে কমিশন
  • 2014 সালে ভোটার তালিকায় নাম ছিল 2 কোটি 82 লাখ ভোটারের
  • সেটা এবার কমে হয়েছে 2 কোটি 73 লাখ
হায়দরাবাদ:

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটার  তালিকা থেকে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। 2014 সালে ভোটার তালিকায় নাম ছিল 2 কোটি 82 লাখ  ভোটারের। সেটা  এবার হয়েছে 2 কোটি  73 লাখ।  মোট 22  লাখ মানুষের নাম বাদ পড়েছে। যদিও নাম  তুলেছেন নতুন 12 লাখ ভোটার।  তবে নাম  বাদ যাওয়ার মধ্যে  অস্বাভাবিক কিছু দেখছেন না মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত। তিনি জানান আধুনিক নিয়ম মেনেই নাম বাদ পড়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে প্রতিটি রাজনৈতিক দলকে তাদের অভাব অভিযোগ জানাবার  সুযোগ পাবেন। 

সমস্ত  অভিযোগ খতিয়ে দেখে 19 নভেম্বর নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।  ভোটারদের নাম বাদ হওয়া নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়  কংগ্রেস। আদালত মামলাটি  হায়দরাবাদ হাইকোর্টের কাছে  পাঠিয়েছি। এর আগে  তেলেঙ্গানার ভোট প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশন। ডিসেম্বরে 7 তারিখ এক দফায় ভোট হবে তেলেঙ্গানায়। তার আগে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াতের নেতৃত্বে 11 জনের টিম গোটা  বিষয়টি খতিয়ে  দেখে। বিভিন্ন জেলার কালেক্টর থেকে শুরু  করে পুলিশ সুপাররা নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনে ভোটার তালিকা পেশ করেন। তাছাড়া আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্য বিষয়ও তুলে ধরা  হয়। সবটা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন সমস্ত  আধিকারিকদের আরও ভাল করে কাজ করার  নির্দেশ  দিয়েছ। নির্বাচন কমিশন চায় মুক্ত এবং  অবাধ নির্বাচন উপহার দিয়েই প্রথম নির্বাচনেই দৃষ্টান্ত স্থাপন করুক তেলেঙ্গানা।                                           

 

 

 

.