This Article is From Oct 24, 2018

তেলেঙ্গানার ভোট বন্দোবস্ত দেখে খুশি নির্বাচন কমিশন

নতুন রাজ্য তৈরি হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হবে  তেলেঙ্গানায়।

তেলেঙ্গানার ভোট বন্দোবস্ত দেখে খুশি নির্বাচন কমিশন

কমিশন চায় ভাল নির্বাচন উপহার দিয়েই প্রথম নির্বাচনেই দৃষ্টান্ত স্থাপন করুক তেলেঙ্গানা।           

হাইলাইটস

  • এই প্রথম বিধানসভা নির্বাচন হবে তেলেঙ্গানায়
  • প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করল নির্বাচন কমিশন
  • ডিসেম্বরে 7 তারিখ এক দফায় ভোট হবে তেলেঙ্গানায়
হায়দরাবাদ:

নতুন রাজ্য তৈরি হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হবে  তেলেঙ্গানায়। তার প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করল নির্বাচন কমিশন। ডিসেম্বরে 7 তারিখ এক দফায় ভোট হবে তেলেঙ্গানায়। তার আগে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াতের নেতৃত্বে 11 জনের টিম গোটা  বিষয়টি খতিয়ে  দেখে।

বিভিন্ন জেলার কালেক্টর থেকে শুরু  করে পুলিশ সুপাররা নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনে ভোটার তালিকা পেশ করেন। তাছাড়া আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্য বিষয়ও তুলে ধরা  হয়। সবটা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

পাশাপাশি কমিশন সমস্ত  আধিকারিকদের আরও ভাল করে কাজ করার  নির্দেশ  দিয়েছ। নির্বাচন কমিশন চায় মুক্ত এবং  অবাধ নির্বাচন উপহার দিয়েই প্রথম নির্বাচনেই দৃষ্টান্ত স্থাপন করুক তেলেঙ্গানা।                                            

.