Read in English
This Article is From Dec 21, 2019

নাগরিক আন্দোলনে কংগ্রেস নেই কেন? পিকে'র টুইটের পাল্টা কংগ্রেসের 'মেরুদণ্ডহীন' টুইট

যদিও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে গত সপ্তাহে দিল্লি গেটের সামনে ধর্নায় বসতে দেখা গেছিল। অন্যদিকে উত্তর কোরিয়া সফরে ব্যস্ত রাহুল গান্ধি

Advertisement
অল ইন্ডিয়া Edited by

 পাঁচ বছর আগে কীভাবে পিআর-এর জোরে বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন প্রশান্ত কিশোর ভুলে গেছেন

নয়াদিল্লি:

নাগরিক আন্দোলনে কেন অনুপস্থিত কংগ্রেস? সে প্রশ্ন তুলে কংগ্রেসকে একহাত নিলেন নির্বাচন-কৌশলী (পোল স্ট্র্যাটেজিস্ট) প্রশান্ত কিশোর (পিকে)। যদিও প্রশান্ত কিশোরকে মেরুদণ্ডহীন বলে পাল্টা তোপ দেগেছে কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধি একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেই বার্তায় সনিয়া বলেছেন, "প্রতিবাদের কণ্ঠ জোর করে দমানো হচ্ছে। গণতন্ত্রে তা একেবারে কাম্য না।" শনিবার এই বার্তাকে আক্রমণের হাতিয়ার করে  প্রশান্ত কিশোর টুইটে বলেন; "পথে-প্রতিবাদে কোথাও কংগ্রেস নেই। এমনকী সিএএ-বিরোধী নাগরিক আন্দোলনে কোনও কংগ্রেস নেতাকে দেখা যাচ্ছে না। অন্তত কংগ্রেসি মুখ্যমন্ত্রী যে রাজ্যে, তাঁরা এগিয়ে এসে অবিজেপি রাজ্যগুলোর পাশে দাঁড়াক। যে সব মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তাঁদের রাজ্যে এনআরসি হবে না, কংগ্রেসি মুখ্যমন্ত্রীরাও বলুক তাঁদের রাজ্যেও হবে না।" নয়তো শ্রীমতি গান্ধির বক্তব্যের কোনও মানে দাঁড়ায় না, টুইটে যোগ করেছেন পিকে। 

যদিও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে গত সপ্তাহে দিল্লি গেটের সামনে ধর্নায় বসতে দেখা গেছিল। অন্যদিকে উত্তর কোরিয়া সফরে ব্যস্ত রাহুল গান্ধি। তবে, সময় ঘুরতে না ঘুরতেই পাল্টা আক্রমণে কংগ্রেস। দলের জাতীয় সোশাল মিডিয়া কো-অর্ডিনেটর লাবণ্য বল্লাল টুইটে পাল্টা প্রশ্ন করেছেন;  পাঁচ বছর আগে কীভাবে পিআর-এর জোরে বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন প্রশান্ত কিশোর ভুলে গেছেন। শরীরের কার্টিলেজের চেয়েও দুর্বল যাঁর মেরুদণ্ড, সে কী করে কংগ্রেসের সমালোচনা করে!'
 

পিকে-র প্রতি পাল্টা এসেছে কংগ্রেস শরিক আরজেডি শিবির থেকে। পিকে তাঁর আত্মা জেডিইউ'র প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে বেচে দিয়েছে বলে লালুর দলের অভিযোগ। আরজেডি প্রশ্ন তুলেছে; 'এনআরসি সমস্যা থাকলে প্রশান্ত কিশোর কেন জেডিইউ থেকে পদত্যাগ করেছ না?' জেডিইউ সভাপতি নীতীশ কুমারকে গিরগিটির সঙ্গে তুলনা করে লালুপ্রসাদ যাদবের দলের আরও অভিযোগ; 'নীতীশজি এনআরসি নিয়ে কী করেছেন? জেডিইউ তথা ওর যদি এই এনআরসি নিয়ে সমস্যা থাকে তাহলে পদত্যাগ কেন করছে না?'

Advertisement