পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দু-জনে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
কল্যাণী: দুই দলের রাজনৈতিক হিংসার শিকার হলেন ২৩ বছরের এক বিজেপি কর্মী, এমনটাই খবর মিলেছে প্রশাসন তরফ থেকে। নদীয়ার চাকদহের বাসিন্দা এই যুবক সম্ভবত খুন হন শুক্রবার রাত দশটায়।
নদীয়ার চাকদহের তপোবন এলাকার বাসিন্দা এই যুবক একটি ফোন পেয়ে বাড়ির বাইরে বেরোন। তারপরেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে আততায়ীরা।
গোটা ঘটনার জন্য ইতিমধ্যেই জেলা বিজেপির সাধারণ সম্পাদক দায়ী করেছেন স্থানীয় তণমূল নেতৃত্বকে। যদিও বিজেপির এই অভিযোগকে মানতে চায়নি শাসকদল।
বিজেপি কর্মী খুনের প্রতিবাদে রেল অবরোধের পাশাপাশি ৩৪ নং জাতীয় সড়কও অবরোধ করে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী নামানো হলেও হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।
পাশাপাশি সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন নিহত সন্টু। সেই কারণেই কি খুন হতে হল তাঁকে? খতিয়ে দেখছে পুলিশ।
প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দু-জনে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।