Indian Coast Guard: 15 অক্টোবর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া
হাইলাইটস
- নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদে নেওয়া হবে আবেদন
- দশম শ্রেণি পাস করলেই আবেদন করতে পারবেন
- 29 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন
নিউ দিল্লি: ভারতীয় কোস্ট গার্ডের নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদে নিয়োগের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এই পদে দশম শ্রেণি পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভারতীয় কোস্ট গার্ডে নাবিকের পদে চাকরির জন্য আগ্রহী ব্যক্তিদের জন্য এই সুযোগটি বেশ ভাল। আবেদন প্রক্রিয়া 15 অক্টোবর থেকে শুরু হবে। প্রার্থীরা 29 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারেন। যদি আপনি এই পদে আবেদন করতে চান তাহলে নীচের দেওয়া তথ্য ভালো করে পড়ার পরে আবেদন করুন।
পদের নাম
নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)
যোগ্যতা
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণি পাস হতেই হবে।
বয়স সীমা
প্রার্থীর ন্যূনতম বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 22 বছর হতে হবে। সর্বোচ্চ বয়স সীমার মধ্যে এসসি/এসটি প্রার্থীদের 5 বছর এবং ওবিসি প্রার্থীদের 3 বছর ছাড় দেওয়া হবে।
বেতন
বেসিক পে স্কেল- 21 হাজার 700 টাকা
কীসের ভিত্তিতে নির্বাচন হবে?
প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা ভারতীয় কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.gov.in এ গিয়ে আবেদন করতে পারেন।
নিয়োগ সংক্রান্ত আরও তথ্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখতে পারবেন।
Indian Coast Guard Notification