हिंदी में पढ़ें
This Article is From Oct 10, 2018

Indian Coast Guard: দশম শ্রেণি পাস করলেই আবেদন করতে পারেন এই পদে, দেখে নিন

আবেদন প্রক্রিয়া 15 অক্টোবর থেকে শুরু হবে। প্রার্থীরা 29 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারেন

Advertisement
অল ইন্ডিয়া Posted by

Indian Coast Guard: 15 অক্টোবর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া

Highlights

  • নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদে নেওয়া হবে আবেদন
  • দশম শ্রেণি পাস করলেই আবেদন করতে পারবেন
  • 29 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন
নিউ দিল্লি:

ভারতীয় কোস্ট গার্ডের নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদে নিয়োগের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এই পদে দশম শ্রেণি পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভারতীয় কোস্ট গার্ডে নাবিকের পদে চাকরির জন্য আগ্রহী ব্যক্তিদের জন্য এই সুযোগটি বেশ ভাল। আবেদন প্রক্রিয়া 15 অক্টোবর থেকে শুরু হবে। প্রার্থীরা 29 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারেন। যদি আপনি এই পদে আবেদন করতে চান তাহলে নীচের দেওয়া তথ্য ভালো করে পড়ার পরে আবেদন করুন।

পদের নাম

নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)

Advertisement

যোগ্যতা

এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণি পাস হতেই হবে।

Advertisement

বয়স সীমা

প্রার্থীর ন্যূনতম বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 22 বছর হতে হবে। সর্বোচ্চ বয়স সীমার মধ্যে এসসি/এসটি প্রার্থীদের 5 বছর এবং ওবিসি প্রার্থীদের 3 বছর ছাড় দেওয়া হবে।

Advertisement

বেতন

বেসিক পে স্কেল- 21 হাজার 700 টাকা

Advertisement

কীসের ভিত্তিতে নির্বাচন হবে?

প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে।

Advertisement

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীরা ভারতীয় কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.gov.in এ গিয়ে আবেদন করতে পারেন।

নিয়োগ সংক্রান্ত আরও তথ্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখতে পারবেন।

  .  

Indian Coast Guard Notification

 

Advertisement