This Article is From Nov 28, 2019

অজিত পাওয়ারকে ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে দেখিয়ে পোস্টার পুণেয়

অজিত পাওয়ারের কেন্দ্র পুণের বারামাটিতে দেখা মিলল এই পোস্টারের। পোস্টারে দেখা যাচ্ছে অজিত পাওয়ার ও তাঁর কাকা শরদ পাওয়ারকে।

অজিত পাওয়ারকে ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে দেখিয়ে পোস্টার পুণেয়

পোস্টারে দেখা যাচ্ছে অজিত পাওয়ার ও তাঁর কাকা শরদ পাওয়ারকে।

পুণে:

অজিত পাওয়ারকে (Ajit Pawar) মহারাষ্ট্রের (Maharashtra) ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে দেখানো হল এক পোস্টারে। অজিত পাওয়ারের কেন্দ্র পুণের (Pune) বারামাটিতে দেখা মিলল এই পোস্টারের। পোস্টারে দেখা যাচ্ছে অজিত পাওয়ার ও তাঁর কাকা শরদ পাওয়ারকে। মহারাষ্ট্রের নতুন সরকারে শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে রয়েছে তাঁদের দল এনসিপি। মুম্বইয়ে বৃহস্পতিবার শপথগ্রহণ করতে চলেছেন উদ্ধব ঠাকরে। তার ঠিক আগেই এমন পোস্টারের দেখা মিলল। পোস্টারটিতে লেখা রয়েছে— ‘‘দাদা (অজিত পাওয়ার), আপনি মহারাষ্ট্রের বিধানসভা ন‌ির্বাচনে সব থেকে বেশি ব্যবধানে জয়লাভ করেছেন। এই রাজ্যের আপনাকে প্রয়োজন আর আপনি এখনও আর থামতে পারবেন না।''

পোস্টারে আরও লেখা রয়েছে— ‘‘গোটা মহারাষ্ট্র এক ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দিকে তাকিয়ে। এবার আমরা সিদ্ধান্ত নেব আপনাকে কী করতে হবে।''

Thackeray Sarkar: মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী, স্পিকারের পদে কারা? কোন দলের ভাগে ক'টি মন্ত্রক?

এক এনসিপি কর্মী জানিয়েছেন, তাঁরা আশাবাদী অজিত পাওয়ার উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বৃহস্পতিবার।

মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিকে বড় মোচড় দিয়েছেন অজিত পাওয়ার। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে শনিবার নতুন সরকার গঠনে অংশ নেন তিনি। শপথগ্রহণ করেন উপমুখ্যমন্ত্রী হিসেবে। কিন্তু মঙ্গলবার পদত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীকে ফোন করে শপথগ্রহণে আসার আমন্ত্রণ উদ্ধব ঠাকরের: ১০ তথ্য

দল থেকে বাদ পড়া অজিত পাওয়ারকে বুধবার মুম্বইয়ে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করতে দেখা যায়।

.