This Article is From Jul 05, 2018

সুখবর: বাংলায় বাড়ছে না বিদ্যুতের মাশুল

কমিশন ভাড়া বাড়াতে না চাইলেও বেসরকারি সংস্থা সিইএসসি চেয়েছিল দাম বাড়ুক

সুখবর: বাংলায় বাড়ছে না বিদ্যুতের মাশুল

এই অর্থবর্ষে দাম আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যুৎ কমিশন

কলকাতা:

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হচ্ছে না। এই অর্থবর্ষে দাম আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যুৎ কমিশন। সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে। গ্রাহকদের স্বার্থের কথা চিন্তা করে দাম একই রাখা হল বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আর এন সেন। তাঁর মন্তব্য বিদ্যুৎ খরচ বাড়লে সাধারণ মানুষের ওপর বিপুল চাপ পড়ে। তাই তাদের কথা চিন্তা করেই দাম আর বাড়ানো হচ্ছে না।

কমিশন ভাড়া বাড়াতে না চাইলেও বেসরকারি সংস্থা সিইএসসি চেয়েছিল দাম বাড়ুক। একই দাবি ছিল রাজ্য সরকারের বিদ্যুৎ বণ্টন  সংস্থারও। কিন্তু দুটি সংস্থার চাপকে আগ্রাহ্য করেই দাম এক রাখল কমিশন। এ রাজ্যে কলকাতা ও হাওড়া ছাড়া অন্যত্র কাজ করে বিদ্যুৎ বণ্টন সংস্থাই। কলকাতা ও হাওড়ায় বিদ্যুৎ সরবরাহ করে সিইএসসি।

জানা গিয়েছে সিইএসসি ইউনিট প্রতি 8.40 টাকা এবং বণ্টন সংস্থা 7.70 টাকা দাবি করেছিল, কিন্তু কমিশন কোনওটাতেই  সাড়া দেয়নি। আর তাই মাশুল যা ছিল তাই থাকছে।  জেলায় ইউনিট প্রতি  খরচ   7.12 টাকা এবং কলকাতায় 7.31 টাকা। খরচ না বাড়ায় খুশি বিভাগীয় মন্ত্রী  শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, এখনও ভর্তুকি দিয়ে চলতে হচ্ছে তবু কমিশন যে রাজ্যের মানুষের কাঁধে নতুন করে বোঝা চাপাল না সেটা অবশ্যই আনন্দের বিষয়।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.