This Article is From Jul 22, 2019

‘‘নর্দমা সাফ করতে নির্বাচিত হইনি’’, মন্তব্য করে বিতর্কে প্রজ্ঞা ঠাকুর

এক বিজেপি কর্মী তাঁর এলাকার স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে প্রজ্ঞাকে বললে ৪৯ বছরের সাংসদ এই প্রতিক্রিয়া দেখান

‘‘নর্দমা সাফ করতে নির্বাচিত হইনি’’, মন্তব্য করে বিতর্কে প্রজ্ঞা ঠাকুর

মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্ত প্রজ্ঞা এর আগেও বারবার বিতর্কিত মন্তব্য করেছেন

হাইলাইটস

  • মধ্যপ্রদেশের সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর বিতর্কিত মন্তব্য করলেন
  • জানিয়ে দিলেন, তিনি নর্দমা ও শৌচাগার পরিষ্কার করার জন্য নির্বাচিত হননি
  • প্রজ্ঞার এহেন মন্তব্যকে অনেকেই উদ্ধত বলে মনে করছে
ভোপাল:

তিনি নর্দমা ও শৌচাগার পরিষ্কার করার জন্য নির্বাচিত হননি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর (Pragya Singh Thakur) এইকথা জানিয়ে দিলেন তাঁর দলীয় কর্মীদের। প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া প্রজ্ঞার এহেন মন্তব্যকে অনেকেই উদ্ধত ও নরেন্দ্র মোদির (PM Modi) ‘স্বচ্ছ ভারত অভিযান'-এর বিপরীতমুখী অবস্থান বলে মনে করছে। ভোপাল লোকসভার অন্তর্গত সেহোর-এ বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রজ্ঞা বলেন, ‘‘আমরা আপনাদের নর্দমা পরিষ্কার করার জন্য নির্বাচিত হইনি, কেমন? আমরা আপনাদের শৌচাগার পরিষ্কার করার জন্য নির্বাচিত হইনি, দয়া করে এটা বুঝুন। যে কাজের জন্য আমি নির্বাচিত হয়েছি তা আমি সততার সঙ্গে করব। একথা আমি আগেও বলেছি এবং একথা আমি আবারও বলব।''

তিনি ((Pragya Singh Thakur)) দলীয় সদস্যদের আরও বলেন, ‘‘একজন সাংসদের কর্তব্য স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সংযোগ রেখে লোকসভা কেন্দ্রের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করা, যার মধ্যে স্থানীয় বিধায়কও রয়েছেন, রয়েছেন পৌরসভার কাউন্সিলররাও। আমাকে যখন তখন ফোন না করে আপনাদের স্থানীয় ইস্যু ও কাজের সমাধান করান স্থানীয় প্রতিনিধিকে দিয়ে।''

‘‘কাশ্মীর যারা লুঠ করেছে তাদের মেরে ফেলো'': জঙ্গিদের উদ্দেশে রাজ্যপালের বিতর্কিত মন্তব্য

এক বিজেপি কর্মী তাঁর এলাকার স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে প্রজ্ঞাকে বললে ৪৯ বছরের সাংসদ এই প্রতিক্রিয়া দেখান।

২০০৮ মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর নির্বাচনের আগে প্রচারের সময় নানা বিতর্কিত মন্তব্য করেছিলেন। যার মধ্যে অন্যতম মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত' বলা। তাঁর এহেন মন্তব্য অস্বস্তিতে ফেলেছিল‌ নরেন্দ্র মোদিকে।

সীমান্তে জলপথে বাড়ছে গরুপাচার, রুখতে পদক্ষেপ করল বিএসএফ

তিনি বলেন, “নাথুরাম গডস একজন দেশভক্ত ছিলেন, আছেন এবং একজন দেশভক্তই থাকবেন। যে লোকেরা তাঁকে সন্ত্রাসী বলছে তাঁদের উচিত নিজের দিকে তাকানো। এই সব মানুষদের নির্বাচনে উপযুক্ত উত্তর দেওয়া হবে।” প্রথমে ক্ষমা চাইতে অস্বীকার করলেও পরে প্রজ্ঞা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তার পর ক্ষমা চেয়ে নেন। প্রধানমন্ত্রী বলেন, “বাপুর অপমান করার জন্য আমি আমার মন থেকে প্রজ্ঞাকে ক্ষমা করব না।” 

প্রজ্ঞা ঠাকুরের ((Pragya Singh Thakur)) সাম্প্রতিক মন্তব্যে বিরোধীপক্ষ আপত্তি জানিয়েছে। কংগ্রেস নেতা তারিক আনোয়ার বলেন, তাঁর আচরণ থেকে পরিষ্কার তিনি দেশকে পরিচ্ছন্ন রাখার প্রচারের বিরুদ্ধে। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত ওঁর বিরুদ্ধে পদক্ষেপ করা।''

.