This Article is From Jan 06, 2020

'এই ক্ষত ভীষণ গভীর': প্রকাশ

"দেশের ভবিষ্যত প্রজন্মের ওপর এই অত্যাচার খুবই বর্বরোচিত। এই অন্যায় মানা যায় না। ভবিষ্যত তো বর্তমানের কাছে প্রশ্ন রাখবেই। দেশের শাসক ভয় পেয়েছে।"

'এই ক্ষত ভীষণ গভীর': প্রকাশ

জেএনইউ নিয়ে সরব প্রকাশ

হাইলাইটস

  • সরব প্রকাশ রাজও
  • এই ক্ষত খুবই গভীর, লিখেছেন টুইটে
  • ভাইরাল সেই টুইট
নয়া দিল্লি:

JNU Attack নিয়ে একের পর এক মুখ খুলছেন দেশের বিদগ্ধ জনেরা। এবার মুখ খুললেন দক্ষিণী  তারকা Prakash Raj। হিন্দি থেকে দক্ষিণী ছবি---সব ধরনের ছবিতেই তিনি অনায়াস। রাজনীতি নিয়েও প্রায়ই নিজের মতামত প্রকাশ করেন। এবারেও তিনি টুইটে মুখ খুলে বললেন, এ বড় গভীর ক্ষত। এই অন্যায় একজন ভারতীয় হয়ে লজ্জা দিচ্ছে তাঁকে। মাথা হেঁট হয়ে যাচ্ছে তাঁর। 

৫ বছর আগের আমির-শাহরুখই ঠিক?

প্রকাশ আরও বলেছেন, "দেশের ভবিষ্যত প্রজন্মের ওপর এই অত্যাচার খুবই বর্বরোচিত। এই অন্যায় মানা যায় না। ভবিষ্যত তো বর্তমানের কাছে প্রশ্ন রাখবেই। দেশের শাসক ভয় পেয়েছে। তাই এই ধরনের আচরণ।"

'নৈশভোজের থেকেও জরুরি হিংসা থামানো': JNU হামলায় ভৎর্সনা পূজার

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ঢুকে হামলা চালাল মুখোশ পরিহিত একদল দুষ্কৃতী। অন্তত ৩৪ জন আহত হয়েছেন‌। পড়ুয়ারা ছাড়াও হামলার শিকার হন অধ্যাপকরাও।

.