Read in English தமிழில் படிக்க
This Article is From Jan 15, 2019

২৫ শতাংশ বাড়বে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের আসনসংখ্যা

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীটির জন্য সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করার পরদিনই এই সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রের পক্ষ থেকে।

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from IANS)
নিউ দিল্লি:

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আসনসংখ্যা ২৫ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করলেন মঙ্গলবার। এই ঘোষণার মূল কারণ একটাই, অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীটির জন্য যে ১০ শতাংশ সংরক্ষণ চালু হয়েছে সম্প্রতি, তার ফলে যাতে এতদিনের চলে আসা তফশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের ওপর কোনও প্রভাব না পড়ে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম চালু হবে বলে আজ রাজধানীতে সাংবাদিক সম্মেলন করে জানান প্রকাশ জাভড়েকর। মঙ্গলবার  ইউজিসি এবং সর্বভারতীয় কারিগরী শিক্ষা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় মন্ত্রী। এই সংরক্ষণ ব্যবস্থা দেশের সমস্ত উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানেই প্রয়োগ করা হবে। সারা দেশ জুড়ে থাকা প্রায় ৪০,০০০ কলেজ এবং ৯০০'টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও লাগু হবে এই নিয়ম।

সুপ্রিম রায়ে এখনই রথযাত্রা নয় বঙ্গ বিজেপির

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীটির জন্য সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করার পরদিনই এই সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রের পক্ষ থেকে।

Advertisement
Advertisement