Read in English
This Article is From Nov 18, 2019

‘‘এটুকু অন্তত পারি’’, ই-কারে সংসদে এসে বললেন পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর

রাজধানীতে এখনও বায়ু দূষণের মাত্রা বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতেই এদিন সংসদে কেন্দ্রীয় মন্ত্রী পৌঁছলেন ‘ইলেকট্রিক কার’ চেপে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

সকলকে ইলেকট্রিক যানবাহন ব্যবহার করার আর্জি জানালেন পরিবেশমন্ত্রী।

New Delhi:

সোমবার শুরু হল সংসদের (Parliament) শীতকালীন অধিবেশন। আর সেই অধিবেশনে যোগ দিতে ‘ইলেকট্রিক কার' (E-Car) চেপে সংসদে এলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar)। রাজধানীতে এখনও বায়ু দূষণের মাত্রা বিপজ্জনক অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় সরকার সমস্ত পুরনো সরকারি গাড়িকে ধীরে ধীরে বদল করার প্রক্রিয়া শুরু করেছে। এই পরিস্থিতিতেই এদিন সংসদে কেন্দ্রীয় মন্ত্রী পৌঁছলেন ‘ইলেকট্রিক কার' চেপে। তিনি সংবাদ সংস্থা এএনআইকে জানান, ‘‘একবার চার্জ দিলে এই ইলেকট্রিক কার ৪৫০ কিমি পথ চলতে পারে। আমি পরিবেশ মন্ত্রী... এটুকু অন্তত আমি করতেই পারি।''

“দ্বিতীয় কক্ষ, গৌণ নয়”, রাজ্যসভায় বাজপেয়ির মন্তব্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, ‘‘প্রতিদিন দিল্লির এই দূষণের বিরুদ্ধে এই লড়াইটা আমাদের জিততেই হবে। আমি মানুষের কাছে আবেদন জানাচ্ছি সাইকেল, ইলেকট্রিক যানবাহন ব্যবহার করতে, যাতে দূষণকে নিয়ন্ত্রণ করা যায়।''

Advertisement

তিনি এও বলেন, ‘‘সরকার ইলেকট্রিক যানবাহনে ভর্তুকি দেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা করছে। সুতরাং সকলের উচিত এটা ব্যবহার করা।''

দিল্লির দূষণের মাত্রার কিছুটা উন্নতি হলেও এখনও তা বেশ খারাপ অবস্থাতেই আছে। সকাল ৯টায় দূষণ নির্দেশক সূচক একিউআই-এর মান ছিল ২০৭। রবিবার এই মান ছিল ২৫৪।

Advertisement

সনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের আগে শিবসেনা নিয়ে বিভ্রান্তিকর প্রতিক্রিয়া শরদ পাওয়ারের

এদিন বিজেপির আর এক সাংসদ মনসুখ মাণ্ডব্যও বাড়তে থাকা বায়ু দূষণ নিয়ে মন্তব্য করেন। এছাড়া বিজেপির মনোজ তিওয়ারিও এই নিয়ে কথা বলেছেন। তিনি এদিন একটি সাইকেলে সংসদে আসেন।

Advertisement

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ দূষণ বৃদ্ধির প্রতিবাদে সংসদ চত্বরের মহাত্মা গান্ধির মূর্তির সামনে দাঁড়িয়েছিলেন মুখে মুখোশ পরে।

সংসদের শীতকালীন অধিবেশন চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

Advertisement