7 জুন আরএসএসের অনুষ্ঠানে যাবেন প্রণব মুখোপাধ্যায়
হাইলাইটস
- প্রণব মুখোপাধ্যায়ের একটি ধর্মনিরপেক্ষ মন আছে, বললেন সুশীল কুমার শিন্ডে
- আরএসএসের আমন্ত্রণ গ্রহণ করায় কোনও ভুল নেই, বলেছেন শিন্ডে
- প্রাক্তন রাষ্ট্রপতি আরএসএসের অনুষ্ঠানে যাবেন 7 জুন
নাগপুর:
বর্ষীয়ান কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে রবিবার জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের আমন্ত্রণ গ্রহণ করার সিদ্ধান্তের মধ্যে কোনও ভুল নেই। কারণ, তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ এবং চিন্তাবিদ।
“প্রণব মুখোপাধ্যায় একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তিনি সবসময়েই একটি ধরমনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রেখে চলেন, যা তিনি আরএসএসের অনুষ্ঠানে গিয়েও রাখবেন। সেখানেও এর কোনও অন্যথা হবে না। তিনি অত্যন্ত উন্নতমানের একজন চিন্তাবিদও। তাঁর মতো মানুষের ওই মঞ্চে গিয়ে বক্তব্য পেশ করার ব্যাপারটি তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ”। বলেন সুশীল কুমার শিন্ডে।
তিনি বলেন, “আমরা আরও বেশি আনন্দ পাব, যদি প্রাক্তন রাষ্ট্রপতির উন্নত চিন্তা ও মনন আরএসএসের চিন্তাভাবনায় কোনও ইতিবাচক পরিবর্তন আনতে পারে”।
আরএসএসের নাগপুরের সদর দফতরে আরএসএসের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শিবিরে সঙ্ঘী শিক্ষা বর্গের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে।
অনুষ্ঠানটি হবে 7 জুন।
নাগপুরের একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুশীল কুমার শিন্ডে।
জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্র ওই রাজ্যে শান্তি ফেরাতে ব্যর্থ। তিনি বলেন, কেন্দ্র সরকারের এই ভেবে লজ্জা পাওয়া উচিত যে, কাশ্মীরের সাধারণ মানুষ সিআরপিএফের গাড়ি লক্ষ করে পাথর ছুঁড়ছিল।
“আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন একটা কি দুটো ঘটনা ঘটলেও ওরা ( বিজেপি ) সংসদে বলত, আমাদের একজন গেলে ওদের 11 জনকে ওখানে থেকে তুলে আনব”। বলেন শিন্ডে।
“সরকার এখন আপনাদের। গোয়েন্দা দফতর আপনাদের। তবুও, পাথর ছোঁড়ার ঘটনা কোনওভাবেই থামানো যাচ্ছে না”। বলেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)